Ticker

6/recent/ticker-posts

মা ॥ উপন্যাস ॥ লেখক: রেজা ঘটক (রিভিউ)

মা ॥ উপন্যাস ॥ লেখক: রেজা ঘটক
মা ॥ উপন্যাস ॥ লেখক: রেজা ঘটক (রিভিউ)

মা ॥ উপন্যাস ॥ লেখক: রেজা ঘটক ॥ প্রকাশক: আল আমিন প্রকাশন ॥ মূল্য : ২৫০ টাকা ॥
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১২ ॥
প্রচ্ছদ: রেজা ঘটক ॥ আইএসবিএন : ৯৭৮-৯৮৪-৩৩-১১১২-৮
বাংলাদেশের শিকড়ের সন্ধানে : উপন্যাস মা
রেজা ঘটকের প্রথম উপন্যাস মা
বাংলাদেশের সত্তর বছরের ইতিহাস এই উপন্যাসের বিষয়বস্তু। যার শুরু দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে আর শেষ একবিংশ শতাব্দীর প্রথম দশকে এসে। মা একজন বাঙালি জননী। বাংলাদেশের পরিবেশ, পরিবার, প্রতিবেশী, আর্থ-সামাজিক অবস্থা, রাজনীতি, রাষ্ট্রীয় শাসন, দুঃশাসন, নদী, জীবনাচার, সংস্কৃতি, দৈনন্দিন রীতি, ধর্মানুভূতি, ধর্মীয় গোড়ামী, প্রাকৃতিক ধ্বংসলীলা যেমন বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় আর বাংলাদেশের মানুষজন এই উপন্যাসের উপজীব্য। দ্বিতীয় বিশ্বযুদ্বের শুরুর দিকে এই মায়ের জন্ম। তাঁর জীবদ্দশায় ঘটে যাওয়া ইতিহাসের প্রধান সব বিষয়গুলো এই উপন্যাসের পাতায় পাতায় আবর্তিত হয়। এই মায়ের বারোটি সন্তান। বাংলা বারো মাসের সঙ্গে তাদের ভূমিষ্ট লগ্নে বন্ধন। তিনটি সন্তান মারা যায়। একটি সন্তান হারিয়ে যায়। হারিয়ে যাওয়া সন্তানের ফেলে যাওয়া ডায়েরির পাতায় পাতায় মা ইতিহাসের অনেক ঘটনার সন্ধান পান। বৃদ্ধ এই মা গ্রামের বাড়িতে বসে হারিয়ে যাওয়া সন্তানের ডায়েরিতে নিজের সন্তানের স্পর্শ অনুভব করেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের কাছে বার্মা পতনের পর জাপান ভারতবর্ষে চাল রপ্তানি বন্ধ করে দেয়। বৃটিশ শাসক তখন সৈন্যদের খাদ্য-খাবার নিশ্চিত করার জন্যে খাদ্য মজুদ নীতি গ্রহন করে। ওই সময় গোটা পূর্ববঙ্গে বন্যা ও জলোচ্ছ্বাসে ব্যাপক ফসলের ক্ষতি হয়। একই সঙ্গে ঘটে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়। ফলে সারা দেশে শুরু হয় ব্যাপক দুর্ভিক্ষ। ওই মনান্তরে তখন প্রায় ৪০ লাখ মানুষ খাদ্যের অভাবে মারা যায়। আবার ১৯৭৪ সালে সদ্য ¯^vaxb বাংলাদেশে আরেকটি ভয়াবহ দুর্ভিক্ষে প্রায় ১৫ লাখ মানুষ মারা যায়। ধর্মীয় গোড়াদের উস্কানিতে হিন্দু-মুসলিম দাঙ্গা, দেশ বিভাগ, ভাষা আন্দোলন, নির্বাচন, সামরিক শাসন, বঙ্গবন্ধুর ছয় দফা দাবী, গণ-অভ্যুত্থান, ঘূর্ণিঝড় গোর্কি, সত্তরের নির্বাচন, ২৫ মার্চের পাকিস্তান হানাদার বাহিনীর অপারেশান সার্চ লাইট, বাংলাদেশের ¯^vaxbZv যুদ্ধ, আকাশ বাণীতে বিশ্ববাসীর কাছে তাজউদ্দিনের সাহায্যের আবেদন, ১৫ আগস্ট ’৭৫ সপারিবারে বঙ্গবন্ধু হত্যা, সামরিক ক্যু, ক্ষমতা দখল, শাসন আর দুঃশাসনের নামে মানুষ হত্যা করার এক নীল নকশার বস্তুনিষ্ঠ চিত্ররূপ এই উপন্যাসে বর্ণিত।
এই উপন্যাস ভূগোল, অর্থনীতি আর ইতিহাসের অনেক দুর্লভ তথ্যে সমৃদ্ধ। রাজনৈতিক পট-পরিবর্তনের ফলে বাংলাদেশে ইতিহাসের অনেক সত্যকে অপসত্য বানানোর চেষ্টা হয়েছে। অনেক মিথ্যাকে সত্য বানানোর অপচেষ্টা হয়েছে। এই উপন্যাস সেই সব নির্ভেজাল অথচ বিতর্কিত ঐতিহাসিক সত্যকে আবারো জনসম্মুখে প্রকাশ করার চেষ্টা করা হয়েছে। ইতিহাসের অনেক দলিল এই উপন্যাসে স্থান পেয়েছে। ইতিহাস কখনো পরিবর্তন করা যায় না। ইতিহাসের যেসব ঘটনাবলী যেভাবে পরিবর্তন করা হয় সেই সব ঘটনাও অটোমেটিক ইতিহাসের কালো অধ্যায় হয়ে যায়।
মা উপন্যাসে মোট ৩৯ টি অধ্যায়, ৩২ টি উপ-অধ্যায়, ২৪০ পৃষ্ঠা, মূল্য ২৫০ টাকা। প্রকাশ করেছে আল আমিন প্রকাশন। বই মেলায় স্টল নং ৪৪। যাঁরা সিরিয়াস পাঠক, সত্য অনুসন্ধানে যাঁরা তৎপর, বিতর্কিত ঐতিহাসিক ঘটনার সত্য অনুসন্ধানে যাঁরা নির্ভিক, যাঁরা বাংলাদেশকে ভালোবাসেন, যাঁরা মাকে ভালোবাসেন, তাঁদের সবার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। পাঠকের মূল্যবান পরামর্শ আমার পরবর্তী কাজকে আরো শক্তিশালী করবে বলে আমি বিশ্বাস করি।

You can follow us on Twitter or join our Facebook fanpage or even follow our Google+ Page to keep yourself updated on all the latest from Bangla Literature.
Download Bangla books in pdf form amarboi.com and also read it online. 'bangla-boi, boimela, humayun ahmed, bangla boi, ebook, bangla-ebook, bangla-pdf, bangla book, bangla pdf, zafar iqbal, boi, আমারবই, আমার বই, bengali books download'

Post a Comment

0 Comments