Ticker

6/recent/ticker-posts

গান্ধর্বী - বাণী বসু

Gandharbi - Bani Basuগান্ধর্বী - বাণী বসু
১৯৩৯ সালের ১১ মার্চ কলকাতায় বাণী বসু'র জন্ম। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ। ছাত্রজীবন থেকেই প্রবন্ধ, গল্প, কবিতা ও অনুবাদে সিদ্ধহস্ত। তাঁর প্রথম উপন্যাস 'জন্মভূমি ও মাতৃভূমি' প্রকাশিত হয় ১৯৮৭ সালের শারদীয় আনন্দলোক পত্রিকায়। ১৯৯১ সালে 'অন্তর্ঘাত' গল্পের জন্য তারাশঙ্কর পুরস্কার লাভ করেন। ১৯৯৬ সালে সাহিত্য সেতু পুরস্কার, ১৯৯৭ সালে শিরোমণি ও আনন্দ পুরস্কার এবং ১৯৯৯ সালে তিনি ভূষিত হয়েছেন বঙ্কিম পুরস্কারে।