Ticker

6/recent/ticker-posts

কাঁটাতারে প্রজাপতি - সেলিনা হোসেন

Katatare Projapoti by Selina Hossainকাঁটাতারে প্রজাপতি - সেলিনা হোসেন

নাচোলের তে-ভাগা আন্দোলনের এক শাণিত শিল্পরূপ হচ্ছে জননন্দিত কথাশিল্পী সেলিনা হোসেনের 'কাটাতারে প্রজাপতি । একটা উপন্যাসের ভিতর কিভাবে একটা সময় নিখুঁতভাবে চিত্রায়িত করা যায়, এই বইটি তার এক বিরল সাক্ষী বললে অত্যুক্তি করা হবে বলে মনে হয় না। বিভিন্ন সময়ে আমরা এমন কিছু উপন্যাস এই কথাশিল্পীর হাত থেকে পেয়েছি, যা বোধ করি শুধু বাংলা সাহিত্যের নয়, ইতিহাসের অংশও বটে। ১৯৮৯ সালে যখন ‘কাটাতারে প্রজাপতি' প্রকাশিত হয় তখন থেকেই বোদ্ধা ও সন্ধিৎসু পাঠকের কাছে এর মূল্যায়ন ছিল আশাতীত। বিভিন্ন সময় বিভিন্নভাবে আলোচনায় উঠে এসেছে এই গ্রন্থ। পরবর্তীতে ২০০৩ ও ২০০৭ সালে বের হয় বইটির আরো দুটো মুদ্রণ। কিন্তু ১৯৮৯ থেকে ২০১৩– এ দীর্ঘ সময় অতিক্রম করে লেখক মনে করেছেন বইটির উপন্যাসটিকে করেছেন আরো শাণিত— আরো সময়োপযোগী। বইটি পেয়েছে কিছুটা হলেও নতুন রূপ। এই পরিমার্জিত রূপই পাঠককে নতুন রসদ যোগাবে বলে আমাদের বিশ্বাস।