Ticker

6/recent/ticker-posts

ভারতবর্ষের ইতিহাস (১০০০ সন থেকে ১৫২৬ সন) - রোমিলা থাপার

ভারতবর্ষের ইতিহাস (১০০০ সন থেকে ১৫২৬ সন) - রোমিলা থাপার ভারতবর্ষের ইতিহাস (১০০০ সন থেকে ১৫২৬ সন) - রোমিলা থাপার

মুখবন্ধ
ভারতীয় ইতিহাসের বিশেষজ্ঞদের জন্য এ বই নয়। ভারতবর্ষ সম্বন্ধে র্যাদের সাধারণ আগ্রহ ও কৌতুহল আছে, এবং র্যারা ভারতের প্রাচীন ইতিহাসের প্রধান ঘটনাবলীর গতিপ্রকৃতির সঙ্গে পরিচিত হতে ইচ্ছুক, এই বই তাদের জন্যই । প্রথম খণ্ডে ভারতের ইতিহাস শুরু হচ্ছে ইন্দো-আর্য (Indo-Aryan) সভ্যতার বিবরণ দিয়ে। ভারতবর্ষের প্রাগৈতিহাসিক কাল এবং আদিযুগের ইতিহাস নিয়ে এর আগেই একটি মূল্যবান বই পেলিকান সিরিজে বেরিয়ে গেছে—স্টয়ার্ট পিগটের প্রি-হিস্টরিক ইণ্ডিয়া । সুতরাং একই বিষয়ের পুনরাবৃত্তির কোনো প্রয়োজন নেই। বর্তমান খণ্ডে ষোড়শ শতাব্দীতে ইয়োরোপীয়দের আগমন পর্যন্ত এই উপমহাদেশের ইতিহাস বিবৃত হয়েছে। তাই ১৫২৬ খ্রীস্টাব্দকেই শেষ সীমা ধরা হল । অবশ্য উপমহাদেশের ঐতিহাসিক বিবর্তনের দৃষ্টিকোণ থেকে দেখলে এই তারিখটিকে সীমা ধরা হয়তো যথার্থ হবে না, কারণ তার পূর্ববতী যুগের ঘটনাপ্রবাহের গতিবেগ অব্যাহতভাবে এগিয়ে গেছে পরবতী শতাব্দীগুলিতেও । কিন্তু ১৫২৬ খ্রীস্টাব্দে উত্তর-ভারতে মুঘলদের আগমনের সূচনা এবং তারা ( অন্যান্য নানা বিষয়ের সঙ্গে ) ভারতে ইয়োরোপের ভবিষ্যৎ ভূমিকা নিধারণে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। যারা এই বইএর পাণ্ডুলিপি পড়ার কষ্ট স্বীকার করে তাদের মতামত জানিয়েছেন তাদের কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ । অধ্যাপক এ. এল. ব্যাশাম, শ্রী এ. ঘোষ, শ্রী এস. মাহদি ও আমার পিতৃদেবকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই । মানচিত্রগুলির জন্য আর্কিওলজিকাল সার্ভে অফ ইণ্ডিয়াকেও আমার ধন্যবাদ।

রোমিলা থাপার

Download and Comments/Join our Facebook Group