Ticker

6/recent/ticker-posts

'দীপ্র মনীষা' আনিসুজ্জামান

'দীপ্র মনীষা' আনিসুজ্জামান 'দীপ্র মনীষা' আনিসুজ্জামান
বিদ্বৎসাধনার ক্ষেত্রে অতুলনীয় কীর্তি যার, যার কণ্ঠস্বরে বেজে ওঠে বাংলা ও বাঙালির বিবেক, একজীবনে যিনি পূর্ণতার সাধনায় মগ্ন, সাহিত্য ও সংস্কৃতিচর্চায় আমাদের ঐতিহ্য ও উত্তরাধিকারের স্বরূপ অন্বেষণে আগুয়ান, জাতীয় জীবনের প্রতিটি সংকটসন্ধিক্ষণে এগিয়ে এসে যিনি অন্ধকারবাসী প্রতিপক্ষের মুখোমুখি হয়েছেন–দিকনির্দেশনা দিয়েছেন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে যার অনন্য ভূমিকা, বাংলাদেশ' নামক নতুন রাষ্ট্রের সংবিধানের অন্যতম রচয়িতা, নানা সামাজিক আন্দোলনের অগ্রণী পুরুষ—সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজনের সুপরিচিত ও দক্ষ সংগঠক...। তিনি আনিসুজ্জামান।
সময়ের বাতিঘর হিসেবে গণ্য মহীরুহসম এই মানুষটির নানা কীর্তির ওপর আলো ফেলার তাগিদে একটি দীর্ঘ ও বিষয়ভিত্তিক সাক্ষাৎকারের উদ্যোগ গ্রহণ করে অন্যদিন। আনিসুজ্জামানের মুখোমুখি হন চারজন স্বনামধন্য মানুষ। তারা হলেন শফি আহমেদ, সৈয়দ মনজুরুল ইসলাম, মফিদুল হক এবং বিশ্বজিৎ ঘোষ। আপন আলোয় উদ্ভাসিত, বাংলা ভাষাভাষী জনসমষ্টির এই সময়ের খ্যাতকীর্তি পণ্ডিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে নানা কোণ আর প্রেক্ষিত থেকে দেখার ও বোঝার চেষ্টা করেছেন তারা। উদ্দেশ্য একজন আনিসুজ্জামানকে পরিপূর্ণভাবে পাঠকসমীপে তুলে ধরা।