Ticker

6/recent/ticker-posts

এই পুরাতন আখরগুলি - হাসান আজিজুল হক

এই পুরাতন আখরগুলি এই পুরাতন আখরগুলি
হাসান আজিজুল হক

ভাষার জাদু দিয়ে হাসান আজিজুল হক বহুকাল আমাদের আপ্লুত রেখেছেন। সামান্য বিষয়ও তার লেখনগুণে মহার্ঘ্য হয়ে ওঠে। তার গল্প-উপন্যাস-প্রবন্ধ তাই আমাদের চিরকালীন সম্পদে পরিণত হয়েছে। সেই তিনিই যখন নিজের জীবনী লেখেন তখন তা যে অন্যমাত্রার হবে তাতে সন্দেহ কী? তাই দেখি ইতিপূর্বে লেখা তার দুই পর্বের আত্মজীবনী ফিরে যাই ফিরে আসি আর উকি দিয়ে দিগন্ত-তে তিনি প্রায় নিস্তরঙ্গ শৈশব আর রুখোমাটির রাঢ়ের ভূগোলকেও কী সজীব আর বাজময় করে তোলেন।
কিন্তু আত্মজীবনীর এই তৃতীয় পর্বে এসে এবারে তিনি যেন নিজেকে প্রায় নিরাভরণভাবে মেলে ধরেছেন। বয়েসন্ধিক্ষণের বিপুল রহস্যময়তা আর আত্ম-আবিষ্কারের অন্বেষণ হয়ে উঠেছে এ বইয়ের প্রাণভোমরা। শিক্ষার প্রতি আগ্রহ, বইপ্রীতি, লেখকসত্তার উন্মেষ, যৌনবোধের জাগরণ, দেশ ও পরিবারের ভাঙন, রবীন্দ্রনাথ ও দেশ-বিদেশের সাহিত্যের সঙ্গে পরিচয়, প্রকৃতি ও ঋতুর সৌন্দর্য উপলব্ধি, মানুষ পাঠ ইত্যাদি মিলিয়ে বইটি হয়ে উঠেছে বিপুল ঘটনাবিস্তারী।
এই পুরাতন আখরগুলি ব্যক্তি ও লেখক হাসান আজিজুল হকের বেড়ে ওঠা আর গড়ে ওঠার সবচে গুরুত্বপূর্ণ সময়ের ইতিহাস আমাদের জানিয়ে দেয়।

Download and Comments/Join our Facebook Group