Ticker

6/recent/ticker-posts

হলদে গোলাপ - স্বপ্নময় চক্রবর্তী

হলদে গোলাপ - স্বপ্নময় চক্রবর্তী
হলদে গোলাপ - স্বপ্নময় চক্রবর্তী
সমাজের শরীর ও শরীরের সমাজতত্ত্ব নিয়ে এক দুঃসাহসিক উপন্যাস এই "হলদে গোলাপ"। ২০১২-১৩ সাল জুড়ে প্রয়াত ঋতুপর্ণ ঘোষ সম্পাদিত রোববার-এ ধারাবাহিকভাবে প্রকাশকালে পাঠকসমাজ আলোড়িত হয় - যা খুব কম উপন্যাসের ক্ষেত্রেই ঘটে। কাহিনী বয়নে মানুষের লিঙ্গ পরিচয়ের সমস্যা তুলে আনতে গিয়ে অক্লান্ত পরিশ্রমে খুঁজেছেন ইতিহাস, নৃ-বিজ্ঞান, সমাজতত্ত্ব, শারীরবিজ্ঞান, মনস্তত্ত্ব, জিনেটক্স, মিথ পুরাণ। এক বিশিষ্ট সমালোচক বলেছিলেন, " স্বপ্নময়ের গল্প আমাদের শেকড় খোঁজার কোদাল।"
ঐ উক্তিটির কথা মনে পড়বে উপন্যাসটি পড়তে পড়তে। এই উপন্যাসটিতে আসলে এক সংকট সংকুল মানুষের অনুভূতিগুলি চিত্রিত হয়েছে আশ্চর্য মায়াময় দক্ষতায়।
কাহিনীর পরতে পরতে মিশে আছে বৈজ্ঞানিক তথ্যাবলী।
শুধু বাংলা সাহিত্য কেন, সমগ্র ভারতীয় সাহিত্যে এর আগে এভাবে কোন উপন্যাস লেখা হয় নি।