Ticker

6/recent/ticker-posts

সাংবাদিক মোনাজাতউদ্দিন রচনাসমগ্র ০২

সাংবাদিক মোনাজাতউদ্দিন রচনাসমগ্র ০২ সাংবাদিক মোনাজাতউদ্দিন রচনাসমগ্র ০২
বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে মোনাজাতউদ্দিন নিষ্ঠাবান ও নিবেদিতপ্রাণ সাংবাদিক, যার কর্মপ্রেরণার শেকড় সঞ্চারিত ছিল গ্রামীণ সমাজ-জীবনের তলদেশ অবধি। পেশাগত কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়; স্বীয় সাধনা, বুদ্ধিমত্তা ও কর্মপদ্ধতিগুণে তিনি বিশেষ সুনাম অর্জন করেন। মফস্বল সাংবাদিকতার নামে যে উন্নাসিক মানসিকতা ছিল নগরবাসী মানুষের, তিনি প্রায় একক প্রচেষ্টায় তা দূর করতে সক্ষম হন। বস্তুত, মফস্বলের সংবাদও যে গুরুত্বের ভিত্তিতে সংবাদপত্রের প্রধান সংবাদ হতে পারে তারই দৃষ্টান্তস্থাপক মোনাজাতউদ্দিন। তিনি একজন সৎ, সাহসী ও শ্রমনিষ্ঠ সাংবাদিক। তার পেশা ও নেশা ছিল পথে পথে ঘুরে সংবাদ সংগ্রহ করা। এ-পথে প্রধানত উত্তর বাংলার জনপদ, যদিও সমগ্র বাংলাদেশই ছিল তার সংবাদ আহরণের ক্ষেত্র । মাটির উর্বরতার চেয়ে রুক্ষতা ও শস্যহীনতার দিকেই তার নজর ছিল বেশি। মানুষের তৈলাক্ত পোশাকি চেহারার ভেতরের কদর্য ও কঙ্কালসার নিরন্ন নির্যাতিত জনমানুষের জীবনবৃত্তান্তই তাঁর হাতে জীবন্ত হয়ে ওঠে। সমাজ-জীবনের দগদগে ঘা, প্রশাসনের ঘাপলা, সুবিধাভোগীর দাপট, আশ্চর্য দক্ষতায় ও ঋজু ভাষায় তিনি পাঠকের কাছে কমিউনিকেট করতে পারতেন। পাঠক তার সংবাদ বা প্রতিবেদন পড়ে প্রথমে লজ্জায় কিংবা বেদনায় মাথা নিচু করেন এবং শেষ অব্দি শিরদাঁড়া টানটান হয়ে ওঠে-প্রতিবাদে হাত মুষ্টিবদ্ধ হয়। এখানেই একজন সচেতন মানুষ হিসেবে, বস্তুনিষ্ঠ সাংবাদিক হিসেবে মোনাজাতউদ্দিনের সফলতা; তার মত পেশার প্রতি এত বেশি আন্তরিক সাংবাদিক দ্বিতীয়জন খুঁজে পাওয়া কষ্টকর। প্রায় সাৰ্বক্ষণিক সংবাদকর্মী হিসেবে কেবল সংবাদ প্রেরণ বা প্রকাশ করেই তিনি ক্ষান্ত ছিলেন না।
সংবাদ-উপকরণ, সংবাদের পেছনের মানুষজন ও সংবাদশিল্পের সার্বিক কল্যাণ ছিল তার একান্ত বিবেচনায়। এ-মন্তব্যের প্রচুর প্রমাণ বিদ্যমান তার প্রকাশিত পথ থেকে পথে, সংবাদ নেপথ্য, কানসোনার মুখ, পায়রাবদের শেকড় সংবাদ, নিজস্ব রিপোর্ট, ছোট ছোট গল্প, অনুসন্ধানী প্রতিবেদন গ্রামীণ পর্যায় থেকে, চিলমারীর একযুগ, শাহ আলম ও মজিবরের কাহিনী, লক্ষ্মীটারী ও কাগজের মানুষেরা গ্রন্থে। ব্যক্তিত্ব-অভিজ্ঞতা, জীবনদৃষ্টির গভীরতা, ভাষার ঐশ্বর্য ও নিপুণ উপস্থাপনগুণে এসব সংবাদবিষয়ক গ্রন্থ যেন সংবাদসাহিত্য হয়ে উঠেছে। সৃজনশীল সাহিত্য রচনার ক্ষেত্রেও প্রভূত সম্ভাবনা অ সাফল্যের দৃষ্টান্ত আছে তাঁর প্রকাশিত স্বল্পসংখ্যক গল্প, ছড়া ও নাটকে।
Download and Comments/Join our Facebook Group