Ticker

6/recent/ticker-posts

প্রাগৈতিহাসিক মোহেন্‌-জো-দড়ো শ্রীকুঞ্জগোবিন্দ গোস্বামী

প্রাগৈতিহাসিক মোহেন্‌-জো-দড়ো শ্রীকুঞ্জগোবিন্দ গোস্বামী প্রাগৈতিহাসিক মোহেন্‌-জো-দড়ো
শ্রীকুঞ্জগোবিন্দ গোস্বামী

সিন্ধি ভাষায় ‘মোহেন্‌-জো-দড়ে' শব্দের অর্থ "মৃতের স্তুপ" (Mound of the Dead)
অতীতের গাঢ় অন্ধকার ভেদ করে ভারতের পাঁচ হাজার বছর পূর্বের বিশাল সভ্যতার আলোকরশ্মি যে স্থানের ধ্বংসস্তূপ হতে বিকীর্ণ হচ্ছে, সেই মোহেন্‌-জো-দড়োর নাম আজকাল না জানেন এরূপ শিক্ষিত খুব কমই আছেন। বিভক্ত ভারতের অধুনা গঠিত পশ্চিম পাকিস্তানের অন্তর্গত সিন্ধুদেশের লারকান জেলা ঐ বিভাগের অন্যান্য জেলা অপেক্ষা অধিকতর উর্বর। ধান এই স্থানের অন্যতম প্রধান শস্য। রেলগাড়ীতে যাওয়ার সময় রাস্তার দুই পাশে হেমন্তের মনোরম ধানক্ষেত পথিকের মনে অলক্ষ্যে বাংলাদেশের কথা জাগিয়ে দেয়। মরুভূমিতে মরূদ্যানের মত লারকানাকেও "সিন্ধুদান” বললে অত্যুক্তি হবে না। এই জেলারই একখণ্ড ঊষর ভূমিতে মোহেন-জো-দড়ো নগর অবস্থিত। এক দিকে সিন্ধুনদের বিশাল বক্ষ এবং অন্যদিকে পশ্চিম নারখাত, এই উভয়ের মধ্যে প্রায় ২৪ একর ভূমি ব্যাপি এক দ্বীপতুল্য ভূখণ্ডে মস্তক উন্নত করে মোহেন্‌-জো-দড়োর অসংখ্য ধ্বংসস্তুপ দণ্ডায়মান রয়েছে। এই বিশাল বিধ্বস্ত নগরীতে ২০ ফুট হতে আরম্ভ করে ৭০ ফুট পৰ্যন্ত উচ্চ স্তুপ আছে। এই লুপ্ত নগরীর পরিধি প্রায় ৩ মাইল।
এই বইটি মোহেন্‌-জো-দড়োর ইতিহাস জানতে আমাদের সাহায্য করবে।
Download and Comments/Join our Facebook Group