Ticker

6/recent/ticker-posts

নদীর পারে খেলা - সুনীল গঙ্গোপাধ্যায়

amarboi নদীর পারে খেলা - সুনীল গঙ্গোপাধ্যায়

কাহিনী সংক্ষেপ:
বাদল-মল্লিকা যেন একে অপরের জন্যই জন্মেছিল। যদিও তাদের মধ্যে এখন নিদারূণ বিচ্ছেদ। সেই বিচ্ছেদের মূলে মল্লিকার ছোটবোন বল্লরী। ওই রকম একটা আগুন, যতই বয়সে ছোট হোক - পোড়াবেই তো। কিন্তু বাদল দুনিয়ায় একমাত্র বোঝে মল্লিকাকে। আর মল্লিকা ? সে এক অজানা ধাতুতে তৈরি। পৃথিবীর সরলতম নারী বলতে যদি কেউ থাকে তবে সে। কিন্তু সেও এক নিদারুণ বেদনায় মুখ ফিরিয়ে নিয়েছিল বাদলের থেকে। কিন্তু মল্লিকাও আর কাউকে ভালোবাসতে পারে না। সেও তো বাদলের জন্যই জন্মেছে।
একেই বলে নিয়তি। কোত্থেকে এসে হাজির ভাস্কর আর মণিকা। ভাস্কর হলো বাদল-মল্লিকার কলেজ বন্ধু। সব জেনে বুঝে কি করবে ভাস্কর ? পাঁচ বছর আগের দুটি ভালোবাসাকে কি পারবে জুড়ে দিতে ? আবার কি নদীর তীরে দৌড়ে বেড়াবে বাদল-মল্লিকা ? শেষ পাতায় কি শ্রান্ত মল্লিকাকে এক ঝট্‌কায় বুকে টেনে নিয়ে গভীরতম চুম্বন করতে পারবে বাদল ?

Download and Comments/Join our Facebook Group