Ticker

6/recent/ticker-posts

কবির ভণিতা - রবীন্দ্রনাথ ঠাকুর

কবির ভণিতা - রবীন্দ্রনাথ ঠাকুর
কবির ভণিতা - রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্র রচনাবলী প্রকাশের সময় রবীন্দ্রনাথ কতগুলো গ্রন্থের সূচনা রূপে যে সব মন্তব্য লিখে দিয়েছিলেন, বিভিন্ন খণ্ডে মুদ্রিত সেই রচনাগুলো পাঠকদের সুবিধার্থে এই বইয়ে সংকলিত হলো। প্রভাতসঙ্গীত সম্বন্ধে মন্তব্য রচনার সময় রবীন্দ্রনাথ 'কবির ভণিতা' শিরোনামটি ব্যবহার করেছিলেন তাই এই বইয়েরও নাম রাখা হলো কবির ভণিতা।