Ticker

6/recent/ticker-posts

উপন্যাস সমগ্র ০১ - শৈলেন ঘোষ

উপন্যাস সমগ্র ০১ - শৈলেন ঘোষ
উপন্যাস সমগ্র ০১
শৈলেন ঘোষ

একথা অস্বীকার করার উপায় নেই, ইস্কুলের পাঠ্যসূচির চাপে এবং ইলেকট্রনিক মিডিয়ার আকর্ষণে ছোটোদের জন্য রচিত অনেক সুলিখিত সাহিত্য অপঠিতই থেকে যাচ্ছে । পাঠ্যসূচির চাপ এতই নির্মম যে, অভিভাবকরাও বিভ্রান্ত । একটি সুপাঠ্য সাহিত্য-পুস্তিকা ছেলেমেয়েদের হাতে তুলে দিয়ে সাহিত্য পড়ার উত্সাহ জোগাতেও তাঁরা দ্বিধান্বিত । অথচ সুসাহিত্যে আনন্দ-পাঠ ছোটোদের মনোবিকাশের যে কত বড়ো বন্ধু, তার হাজার উদাহরণ আমরা পেয়ে যাই ছোটোদের মন নিয়ে গবেষনা করেন, এমন একাধিক বিদ্বজ্জনের মারফতে । সাহিত্য পাঠে ছোটোদের মেধা যে বাড়ে, এ বিষয়ে তাঁরা নিশ্চিত । মেধা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের স্মৃতি পুষ্ট হয় এবং বিচারবোধও । সুতরাং তাদের সাহিত্য পড়ায় উত্সাহ দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের সকল সুযোগ-সুবিধা করে দেওয়া হবে আমাদের একটি অবশ্যই কর্তব্য কাজ । ফলে, দেখা যাবে তাদের মনের দৃষ্টি প্রসারিত হচ্ছে । দেখা যাবে, ধীরে ধীরে, বড়ো হওয়ার সঙ্গে সুচারু হচ্ছে তাদের জীবন । ইস্কুলের পাঠ্যসুচির ভারটা তাদের কাছে তখন আর চাপ নয়, ভালোবাসার বিষয় । এই প্রসঙ্গে আর একটি প্রয়োজনীয় কথা মনে রাখতে পারি আমরা, যারা এখনও পড়তে শেখেনি তাদের নিয়মিত ভাবে গল্প পড়ে শোনালে অথবা গল্প বলে শোনালেও শিশুকাল থেকেই সাহিত্যের প্রতি আকর্ষণ গড়ে উঠবে । আখেরে, সেটি তাদের ভবিষ্যৎ জীবন গঠনে সহায়ক রূপে প্রতিভাত হয়ে উঠতে পরে ।

সূচী
টুইটুই
মিতুল নামে পুতুলটি
বাজনা
হুপ্পোকে নিয়ে গপ্পো
আমার নাম টায়র
আজব বাঘের আজগুবি

বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক!