Ticker

6/recent/ticker-posts

কম্পাস - স্মরণজিৎ চক্রবর্তী

কম্পাস - স্মরণজিৎ চক্রবর্তী
কম্পাস
স্মরণজিৎ চক্রবর্তী
ফলো দ্য স্টার, উম্মিলকে বলে গিয়েছিলেন ওর ঠাকুরদা। তার সঙ্গে একজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য দিয়ে গিয়েছিলেন একটি প্যাকেট। সেই মানুষটির নাম আর একটি প্যাকেট সম্বল করে কলকাতায় আসে উম্মিল। তারপর পুনরজিতের সহায়তায় শুরু হয় সেই। হারিয়ে যাওয়া মানুষটির অনুসন্ধান। আর সেই যাত্রার ফাকে ফাকে সামনে চলে। আসে তেতাল্লিশ বছর আগের এক উত্তাল সময়ের কলকাতা। সামনে আসে সেই সময়ে নিজের মতাে করে মাথা তুলতে চাওয়া আদীপ্তর গল্প। মৌরিমার প্রতি তার ভালবাসার গল্প। এক-একজন মানুষ থাকে, এক-একটা উপলব্ধি থাকে, যা আমাদের সামনে। ধ্রুবতারার মতাে জ্বলজ্বল করে। যা। আমাদের বাকি জীবনের চলার পথটুকু দেখায়। এই সময়ের উম্মিল আর পুনরজিত আর সেই উত্তাল সময়ের চালচিত্রে আঁকা কলকাতার আদীপ্ত ও মৌরিমা আমাদের সেই পথ চলার। গল্পটুকুই বলে। হারিয়ে যাওয়া প্রেম কি ফিরে আসে কখনও? মনে মনে হেরেযাওয়া মানুষ কি জয়ী হয় শেষবেলায় ? শেষবেলায় কি সে মাথা তুলে দেখে । আকাশের শীর্ষে স্থির হয়ে থাকা সেই আলােবিন্দুকে? এই দীর্ঘ যাত্রাপথ ও তার আলাে-ছায়ার। ভেতরে মানুষের অবিচল ভালবাসার গল্পই শােনায় ‘কম্পাস।

বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক!

Post a Comment

0 Comments