Ticker

6/recent/ticker-posts

হিমুর আছে জল

amarboi.comকানের কাছে কেউ একজন বলছে, হিমু, চোখ মেল! আমি চোখ মেলতে পারছি না। চোখের পাতা সীসার মতো ভারী। ভারী প্রসঙ্গে চোখের পাতাকে সীসার সঙ্গে তুলনা করা হয় কেন? অনেক ধাতু আছে সীসার চেয়ে ভারী, যেমন লোহা। আমরা কখনো বলি না, চোখের পাতা লোহার মতো ভারী। লেখকরা এক একটা জিনিস চালু করেন, সেগুলি চালু হয়ে যায়। প্রাচীনকালে বাতাসে প্রদীপ নিভত, তখন ধপ করে শব্দ হতো। লেখকরা লিখলেন 'দপ' করিয়া করিয়া প্রদীপ নিভিয়া গেল। তা-ই চালু হয়ে গেল। ইলেকট্রিক বাতি নেভা প্রসঙ্গেও এখনকার লেখকরা লিখছেন, দপ করে বাল্ব নিভে গেল। আমি ডান পায়ে ঝাঁকি দেয়ার চেষ্টা করলাম। ঘুম তাড়ানোর সহজ উপায় পা দিয়ে ঝাঁকি দেওয়া। পারলাম না। হাত-পা যেন অবশ হয়ে গেছে। গায়ের উপর দিয়ে ঠান্ডা হাওয়া বইছে। সামান্য ঠান্ডা লাগছে। এতে ঘুম আরও গাঢ় হচ্ছে। হাত-পা গুটিয়ে কুকুরকুন্ডুলি নিদ্রা। হিমু চোখ মেল!

Himur Achhe Jol by Humayun Ahmed in pdf
পাঠক বইটি পড়বে এটাই আমাদের মৌলিক উদ্দেশ্য। আমরা চাই পাঠক বইটি পড়ুক, আলোচনা, সমালোচনা করুক, তাহলেই আমাদের সার্থকতা। নইলে এতো কষ্ট বৃথা, তাই আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম। আর্থিক ভাবে আমাদের সহায়তা করবার জন্য, অনুরোধ রইলো আমারবই.কম এর প্রিমিয়াম সদস্য হবার। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

Post a Comment

1 Comments

Faisal said…
অনেক দিন পর 'আমারবই ডট কম' সাইটে ঢুকলাম। 'হিমুর আছে জল' লেখাটি পেয়ে খুবই আনন্দিত হলাম। 'কালের কন্ঠ' পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হওয়া হুমায়ুন আহমেদ স্যার-এর 'পুফি' উপন্যাসটি ই-বুক আকারে কি সাইটে দেওয়া যায়?
কম্পিউটার ও ডিজিটালাইজেশন এর যুগে তরুন প্রজন্মের জন্য বই পড়ার সুযোগ করে দেওয়ার জন্য কৃ্তজ্ঞতা জানাচ্ছি।