Ticker

6/recent/ticker-posts

জম্বুরা গাছ - সুনীল গঙ্গোপাধ্যায়

amarboi.com


জম্বুরা গাছ - সুনীল গঙ্গোপাধ্যায়

পশ্চিম বাংলায় যে ফলটাকে বলে বাতাবি লেবু, সেটাকেই বাংলাদেশের কোন কোন জেলায় বলে জম্বুরা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে যবদ্বীপের রাজধানী ব্যাটাভিয়া থেকে এই ফলটিকে আনা হয়েছিল, তাই প্রথমে নাম ছিল ব্যাটাভি, আস্তে আস্তে বাঙালির মুখে মুখে সেটি হয়ে যায় বাতাবি। আর বাংলাদেশের ওদিকে ওরা ভেবেছিল, ফলটা জম্বুদ্বীপ থেকে আনা, তাই জম্বুরা। কোন কোন জেলায় অবশ্য বলে বাদামি লেবু। বাংলার মাটি ও জল-বাতাস এই গাছটির বেশ পছন্দ। এখন গ্রামে-গঞ্জে কত জায়গায় এই গাছ এবং প্রচুর ফলনশীল। ফলটি খেতে খুব সুস্বাদু তো বটেই এবং স্বাস্থ্যকর। শহরে বেশ দামি, কিন্তু গ্রামাঞ্চলে প্রচুর ফলনের জন্য দাম পড়ে যায়, অনেক সময় বিক্রিও হয় না। এই তো সেদিন শান্তিনিকেতনে গিয়ে দেখলাম, কয়েকটা গাছে অন্তত তিরিশ-পঁয়তিরিশটা করে বাতাবি লেবু ফলে আছে। কারোর ভ্রূক্ষেপই নেই। একটা সাধারণ গাছ অতগুলি বড় বড় ফল ফলায় কেন, প্রকৃতির কোন্ নিয়মে কে জানে? যেমন কাঁঠাল গাছ, তবু কাঁঠাল গাছ বেশ শক্ত-পোক্ত, এই গাছ তেমন নয়।
এ রকম একটা জম্বুরা গাছের দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে পড়ল খুব ছোটবেলায়, পূর্ববঙ্গে আমাদের গ্রামে বল না পাওয়া গেলে এই জম্বুরা দিয়ে আমরা বল পেটাপেটির খেলা খেলতাম। সেখানেও আমাদের বাড়ির পাশে একটা ঐ গাছে প্রচুর ফল ফলতো একসঙ্গে, খাওয়ার লোক ছিল না, বিক্রির তো প্রশ্নই ছিল না। তাই জম্বুরা বা বাতাবি লেবু দিয়ে খেলা করে নষ্ট করলেও আপত্তি করতেন না বাবা-কাকারা। আমাদের সেই বয়সের পায়ের তুলনায় বলটা বেশ শক্ত, তাই পুরো ফলটাই একটুখানি সেদ্ধ করে নেওয়া হতো।
সেই বল খেলার স্মৃতি, কবেকার কথা। সেই গাছটার ছবি চোখে ভেসে উঠতেই মনে মনে বললাম, কেমন আছো, জম্বুরা গাছ, তুমি?

You can follow us on Twitter or join our Facebook fanpage to keep yourself updated on all the latest from Bangla Literature.
Download Bangla books in pdf form mediafire.com and also read it online. Read it from iPad, iPhone. Jombura Gachh - Sunil Gangopadhyay, bangla ebooks, free download , mediafire , humayun ahmed , zafar iqbal , sunil gangopadhaya , suchitra , bengali ebooks, free bangla books online, ebooks bangla, bangla pdf, bangla books, boi, bangla boi, amarboi.

Post a Comment

0 Comments