Ticker

6/recent/ticker-posts

ছোটদের রাজনীতি ছোটদের অর্থনীতি - ডঃ নীহার কুমার সরকার

amarboi

ছোটদের রাজনীতি ছোটদের অর্থনীতি
ডঃ নীহার কুমার সরকার

নীহার কুমার সরকার পেশায় ছিলেন অধ্যাপক। কৈশোরেই যুক্ত হন বিপ্লবী আন্দোলনের সঙ্গে। তাই ছাত্রজীবনের অধিকাংশ সময় কেটেছে কারাগারের অন্ধকারে কিংবা অন্তরালে। অর্থনীতি বিষয় নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। অধ্যাপক নীহার কুমার সরকার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। ১৯৫৭ সালে রাষ্ট্রসঙ্ঘ থেকে আমন্ত্রিত হয়ে তিনি রাষ্ট্রসঙ্ঘের গবেষণাকর্মে যুক্ত হয়েছিলেন। ১৯৬৬তে রাষ্ট্রসঙ্ঘের এশিয়া কেন্দ্রীয় ব্যাংককে বদলি হন। ১৯৭৫ সালে রাষ্ট্রসংঘ থেকে অবসর গ্রহণ করেন এবং দিল্লিতে ভারত সরকারের শ্রমবিভাগে অবৈতনিক উপদেষ্টা হিসেবে কাজ করেন। অধ্যাপক নীহার কুমার সরকার রাজনীতি ও অর্থনীতি বিষয়ে ইংরেজি ও বাংলা ভাষায় বহু বই লেখেন। তেমনি একটি বই ছোটদের রাজনীতি। মাত্র ১১৬ পৃষ্ঠার বইটি রাজনীতিতে প্রাথমিক শিক্ষার্থীদের কাছে প্রবেশক গ্রন্থ হিসেবে আজও সমান ভাবে সম্মানিত। আরেকটি ছোটদের অর্থনীতি। দুটি বইয়ের প্রকাশকাল ১৯৪২। ছোটদের রাজনীতি বইটিতে আলোচিত হয়েছিল পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, সামন্তবাদ, সাম্যবাদ, গণতন্ত্র, পৃথিবীর রাজনীতি প্রভৃতি বিষয়। কঠিন তথ্য ও তত্ত্ব, কিন্তু ছোটদের উপযোগী বাংলায় লেখা। নীহার বলতেই মানুষ মনে করে নীহাররঞ্জন রায় অথবা নীহাররঞ্জন গুপ্ত কিন্তু অধ্যাপক নীহার কুমার সরকার কে মনে রেখেছে।


বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক!