Ticker

6/recent/ticker-posts

Header Widget

নীল ঘূর্ণি - সুচিত্রা ভট্টাচার্য

নীল ঘূর্ণি - সুচিত্রা ভট্টাচার্য
পায়ে পায়ে হেঁটে সৌমিক আশ্রমের গেটে এল।
অনাগত ভবিষ্যতের ছবি ভেসে উঠেছে মনশ্চক্ষে, বিশাল উঁচু স্কাইস্ক্র্যাপারের একদম ওপরতলার ফ্ল্যাট। প্রশস্ত ব্যালকনিতে পাশাপাশি দুটো বেতের আরামকেদারা। মুখোমুখি বসে আছে এক প্রৌঢ় দম্পতি। কারা ওরা? সৌমিক আর দয়িতা না?
কপালে অনেক ভাঁজ পড়ে গেছে সৌমিকের। দয়িতারও চুলে বয়সের রং। কী নিয়ে যেন কথা বলছে দুজনে.....
কী কথা? আকাশে কান পাতল সৌমিক।
সেই কবে মেলার মাঠে দয়িতার সাথে প্রথম আলাপের সময় ভ্যাবাগঙ্গারাম হয়ে দাঁড়িয়েছিল সৌমিক, তারই গল্প বলতে বলতে হেসে খুন হচ্ছে দয়িতা। কী চোখ! এই বয়সেও বিজলি হানছে চোখে। কেঁপে কেঁপে উঠছে প্রৌঢ় শরীর!

এই কি অনন্ত সুখ?

বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক! সাধ্যের মধ্যে থাকলে বইটি কিনবেন এই প্রত্যাশা রইলো।

Post a Comment

0 Comments