Ticker

6/recent/ticker-posts

নারী ধর্ম ইত্যাদি - গোলাম মুরশিদ

নারী ধর্ম ইত্যাদি - গোলাম মুরশিদ
নারী ধর্ম ইত্যাদি - গোলাম মুরশিদ
“ধর্ম অত্যন্ত শক্তিশালী একটি বিশ্বাস। এই শিক্ষা অস্থিমজ্জায় মিশে থাকে। ভেতর থেকেই সে আমাদের শাসন করে। তার বিধানকে অগ্রাহ্য করা অথবা অবহেলা করা তাই আদৌ সহজ নয়। কিন্তু তাই বলে ধর্ম চিরকাল এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। সব ধর্মের দিকে তাকিয়ে দেখলেই দেখা যাবে, তাতে ধীরে ধীরে কমবেশি পরিবর্তনের হাওয়া লেগেছে। তাই ধর্ম যতই শক্তিশালি হোক, সে সময়ের ঘড়িটাকে আটকে রাখতে পারবে না, অথবা যে-নারী একবার মুক্ত হাওয়ার স্বাদ পেয়েছে, তাকেও ফের অন্ধকারে ঘরে বন্দী করতে পারবে না।” (নারী, ধর্ম ইত্যাদি)