Ticker

6/recent/ticker-posts

এখন তখন মানিক রতন - মুহম্মদ জাফর ইকবাল

amarboi

এখন তখন মানিক রতন মুহম্মদ জাফর ইকবাল
মানিক আর রতন দুজনেই দুধরনের লোক।মানিক হচ্ছে কবি আর রতন হচ্ছে বিজ্ঞানী।দুজনের প্রথম দেখা হয় মানিকের বাস নষ্ট হয়ে যাওয়াই,রতনের কুংফু গাড়িতে ওঠতে হয়।একসময় বাবা গো মা মাগো বলে গাড়ি থামাতে হয় মানিককে।তারপর পুলিশদের সাথে কুংফু করে রতনের কুংফু গাড়ি। আরও মজার মজার যন্ত্র তৈরি করে রতন।যেমন মানিকের ঘুম ভাঙানোর জন্য লাফাতে পারা এলার্ম ঘড়ি! নাটবল্টু বা সফদর আলি কিংবা সায়রা বা অনিক লুম্বার মতোই চমৎকার একটা বই।।।জাফর স্যারের বই যারা পড়তে ভালোবাসো তাদের জন্য এই বইটি অবশ্যপাঠ্য।


বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক!