ইতিহাস বিষয়ক বই সবসময়েই ভালো লাগে। ধন্যবাদ বইটির জন্য।
Rishi said…
ঋতুপর্ণ লিখেছিলেন বহুদিন ধরে, সেই নন্দীগ্রাম আন্দোলনের সময় তার লেখাগুলো পড়ে মুগ্ধ হয়েছিলাম । একসাথে সব লেখাগুলো পেয়ে আবার সেই স্মৃতি ফিরে এল । সেই সময় অনেকে অনেক কিছু করেছেন হয়তো এই নিয়ে, ঋতুদা তার সহজাত প্রবৃত্তিতে যা ঠিক মনে হয়েছে, তা এমন সরল এবং সাবলীল ভাষায় ফুটিয়ে তুলেছিলেন যে মুগ্ধ হয়েছিলাম ।
8 Comments