Ticker

6/recent/ticker-posts

প্রবন্ধসমগ্র - শওকত ওসমান

প্রবন্ধসমগ্র - শওকত ওসমান প্রবন্ধসমগ্র - শওকত ওসমান

ধমীয় মুখোস-আঁটা পাকিস্তানি জালেমশাহীর শ্বাসরোধী আবহাওয়ার মধ্যে এই বইয়ের অধিকাংশ প্রবন্ধ রচিত । স্বাধীনতা সংগ্রাম এবং উত্তর-কালীন কয়েকটা লেখা সন্নিবেশ করা গেল । প্রায় আড়াই দশকের ব্যাপ্তি । আমার মত অগোছালো লোকের পক্ষে লেখা জমিয়ে রাখা কঠিন । সাংবাদিক-কথাশিল্পী জনাব আবু জাফর শামসুদ্দীনের উৎসাহ এবং উস্কানিতে আবার খুঁজে পেতে সংগ্রহ। কালানুক্রমিক সাজাতে পারিনি। তবে শ্রদ্ধাস্পদ নজরুলের উপর রচনাটি স্বেচ্ছাকৃত শেষে দেওয়া । কারণ, বিগত কয়েক শতাব্দীর মধ্যে বাঙালি মুসলমান সমাজে তিনিই একমাত্র রবি-শস্য এবং হেন ক্ষেত্রে শেষ কথা। অনেকেই এ ব্যাপারে আমার সঙ্গে একমত হবেন । দৈনিক বাংলা পত্রিকার সম্পাদক জনাব নুরুল ইসলাম পাটোয়ারীর উদারতায় এই বইয়ের সৌষ্ঠব অনেকখানি বেড়েছে। তার প্রেসবিভাগের প্রধান জনাব আব্দুল হাই সেনাপতিদের মত ডবল রাখেন । তারা দুইজন এবং তাদের সহকমী কুল-জনাব আব্দুল হাফিজ ও আব্দুল হাকিম আমার বহু উৎপাত হাসিমুখে সময়ে-অসময়ে সহ্য করেছেন । তাদের ঋণ অপরিশোধ্য। বুক প্রমোশন প্রেসের লাইনোবিভাগের প্রধান দরদী স্পর্শক জনাব আব্দুর রশিদ হাওলাদার আরো দরদের সঙ্গে গোটা বইয়ের উপর মেহনৎ করেছেন । তাকে আমার অশেষ স্নেহাশিস । বহু মূল্যবান উপদেশ দিয়ে ঋণে বেঁধেছেন জনাব লতিফুর রহমান । সর্বজনাব বদিউজ্জামান চৌধুরী এবং আয়নুল হক আমার ধন্যবাদের উধের্ব তাদের অবস্থান বিধায় আর ও-পথে এগোইনি। হাজার সতর্কতা সত্ত্বেও কিছু কিছু মুদ্রণ এবং বানান-প্রমাদ থেকে গেছে। যেমন ঔপন্যাসিক হয়েছে উপন্যাসিক । সেই জন্যে পাঠকদের কাছে আমি প্রভূত লজ্জাসহ ক্ষমাপ্রার্থী।

Prabandhasamagra by Shawkat Osman
Download and Comments/Join our Facebook Group