Ticker

6/recent/ticker-posts

ভূত গাছ - ইমদাদুল হক মিলন

amarboiভূত গাছ - ইমদাদুল হক মিলন

ভোররাতে রবিনের মনে হলো মাথার কাছে দাঁড়িয়ে কে যেন তাকে ডাকছে। রবিনের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙা চোখে চারিদিকে তাকাল সে। রুমটা আবছা অন্ধকারে ভরে আছে। পাশাপাশি দুটো ভাটে শুয়ে আছে রবিন আর ছোটমামা। মামা লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন। রবিনের গায়ে লেপ আছে কিন্তু রবিন মাথা লেপের মধ্যে ঢোকায়নি। লেপের মধ্যে মাথা ঢোকালে তার দোম বন্ধ হয়ে আসে। কিন্তু কে ডাকল রবিন কে!
তখুনি জানালার দিকে চোখ গেল রবিনে। চমকে উঠল। ঘুমানোর আছে রুমের প্রতিটি জানালা মামা বন্ধ করেছেন কিন্তু এখন দেখি একটি জানালা খোলা! ব্যাপারটা কী?
চোখে দু তিনটি পলক ফেলে রবিন আবার খোলা জানালার দিকে তাকাল। তাকিয়ে দেখল জানালার পাশে একটি গাছ দাঁড়িয়ে আছে। কিন্তু রবিনের স্পষ্ট মনে আছে দিনের বেলাতে জানালার ধারে কোন গাছ ছিল না। তাহলে এখন গাছ এলো কোথা থেকে? ব্যাপারটা বোঝার জন্য রবিন জানালার কাছে গিয়ে দেখে গাছ নেই।
কোথায় গেল গাছটি? গাছটি কি ভূত গাছ?

Shared By: Sisir Suvro (No Watermark)

Download and Comments/Join our Facebook Group