Ticker

6/recent/ticker-posts

জিন্দাবাহার - পরিতোষ সেন

জিন্দাবাহার - পরিতোষ সেন জিন্দাবাহার - পরিতোষ সেন

ঢাকার জিন্দাবাহার লেনের বাসিন্দা বিখ্যাত শিল্পী পরিতোষ সেনের লেখায় হরিমতি বাঈজীর কথা আছে। তিনি লিখেছেন- হরিমতি বাঈজীর ঘর টি আমাদের বারান্দা থেকে পরিস্কার দেখা যায়, প্রতিদিনের অভ্যাস মত সকালে ভৈরবী রাগে গান ধরেছেন ‘রসিয়া তোরি আখিয়ারে, জিয়া লাল চায়’ ঠুংরী ঠাটের গানের এ কলিতে আমাদের জিন্দা বাহার গলি কানায় কানায় ভরে উঠেছে।

জিন্দাবাহার লেনে বাহারি ফুলের এক ছোট্ট কলি দেখা দিল চুপিসারে হেমন্তে সেদিন সেন পরিবারে ,বনেদী ঢাকায় ; ঢাকের শব্দে চমকে চমকে উঠেছে, ছুটেছে সারা বেলা ছোট ছোট পায়ে এদিক সেদিকে ,চোখ মেলে দেখে রূপ-রঙ শোভা চারিপাশে তার, ঢাকার আকাশে উড়িয়েছে ঘুড়ি মহা উৎসাহে ; তারপর একদিন ---জন্মভূমির নাড়ী ছিড়ে তাকে নিয়ে গেছে পরদেশে ; মায়ের পরনের ঢাকাই শাড়ি,পিতলের থালা, কলসি-বাটি ,বাক্স -পেটরা,রূপোর চামচ, ছোট্ট লাটিম ,টাট্টু -ঘোড়া নিয়েছে সাথে সেন পরিবার ; ফসলের বীজ ,জমির সার,লাঙ্গলের ফলা, জীবন জীবিকার খুঁটিনাটি আরো কত ; কিন্তু,বাহারি সে ফুলকলি ! পরদেশের বাতাসে তার অচেনা গন্ধ; অচেনা আকাশ ; ছোট্টবেলার বন্ধুরা নেই ,নেই আর নেই কত কিযে নেই ,বুকজুড়ে হাহাকার , ভাবের ভেলায় চড়ে বসে সে ,ভাসিয়ে দিল নতুন জগতে রং তুলি নিয়ে হাতে ; ধীরে ধীরে কলি পাপঁড়ি মেলে দেখে অচেনা শহরে ফুল বলে চেনে তাকে -- পরিতোষ সেন নামে ডাকে । জন্ম যার জিন্দাবাহার লেনে সেই পরিতোষ সেন ,চিত্রশিল্পে সারা বিশ্বের মুগ্ধতা কুড়িয়ে আনে অসামান্য অবদানে ।