কালি ও কলম নভেম্বর ২০১৫এবারে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন স্ভেতলানা আলেক্সিয়েভিচ - বেলারম্নশের সাংবাদিক ও সাহিত্যিক। তিনি যে সর্বত্র খুব পরিচিত, তা নন। বরঞ্চ তাঁর লেখার সঙ্গে যাঁদের পরিচয় আছে, তাঁরাও অনেকে তাঁকে সাহিত্যিকের মর্যাদা দিতে কুণ্ঠিত। নোবেল কমিটি মনে করেছে, তাঁর রচনায় ধ্বনিত হয়েছে বহুস্বর, নির্মিত হয়েছে মানুষের যন্ত্রণার স্মৃতিসৌধ।
Download and Comments/Join our Facebook Group