Ticker

6/recent/ticker-posts

স্বজনসকাশে - নবনীতা দেব সেন

স্বজনসকাশে - নবনীতা দেব সেন স্বজনসকাশে - নবনীতা দেব সেন
নীরেন্দ্রনাথ চক্রবর্তী বইটির মুখবন্ধে নবনীতা দেবসেনের সম্পর্কে বলছেন;
নবনীতা দেব সেনের কলম দু-দিকেই সমান চলে। যেমন কবিতায়, তেমনি গদ্যে। কিন্তু তা নিয়ে কোনো মন্তব্য করার আগে— কবি হিসেবেই যেহেতু তার লেখক-জীবনের সূচনা, উপরন্তু তার গদ্য-রচনাতেও যেহেতু মাঝে মাঝে তার কবি-স্বভাবের ঝিলিক দেখি, তাই কবি নবনীতা সম্পর্কে অন্তত একটি কথা এখানে বলে নেব। সেটা এই যে, তার কবিতারও আমি নিরতিশয় অনুরাগী এক পাঠক। বিশেষ করে তার ছোটো মাপের সেইসব কবিতা পড়ে আমি চমকে যাই, আকারে ছোটো হলেও যা মস্ত মাপের এক-একটা ভাবনার দরজা একেবারে হাট করে খুলে দেয়। তখন ভাবি যে, বাস রে, যে-সত্যোক্তির আভাসটুকু দিতে আমাদের মতো পাকাবুনো লেখকদের গাদাগুচ্ছের শব্দ খৰ্চা করতে হয় এবং তাতেও সেই কাজটা ঠিকমতো করে উঠতে পারি না, ইনি তো দেখছি শব্দ-প্রয়োগে এত মিতব্যয়ী হয়েও দিব্যি তার মর্মমূলে পৌছে যান। মুখে হয়তো এই প্রশংসার কথাটা নবনীতাকে কখনো জানানো হয়নি, কিন্তু মনে-মনে সবসময়েই বলেছি, শাবাশ।

Download and Comments/Join our Facebook Group