Ticker

6/recent/ticker-posts

আহমদ শরীফ শ্রদ্ধাঞ্জলি

আহমদ শরীফ শ্রদ্ধাঞ্জলি আহমদ শরীফ শ্রদ্ধাঞ্জলি
বাঙলাদেশে, সাহিত্য ও সংস্কৃতির জগৎ"-এর প্রধান ব্যক্তিদের মধ্যে ড. আহমদ শরীফ-ই সম্ভবত একমাত্র ব্যক্তি যিনি সকলের কাছে প্রিয় হওয়ার দুর্বলতাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিলেন।
উপমহাদেশের সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতি ক্ষেত্রে অসামান্য পণ্ডিত, বিদ্রোহী, অসাম্প্রদায়িক, যুক্তিবাদী, দার্শনিক, বিতর্কিত ব্যক্তিত্ব, প্রগতিশীল, মানবতাবাদী, মুক্তবুদ্ধির ও নির্মোহ চিন্তার ধারক ড. আহমদ শরীফকে ধর্মান্ধরা শাস্ত্র ও প্রথা বিরোধিতার কারণে 'মুরতাদ' আখ্যায়িত করেছিল। কথা ও কর্মে অবিচল, অটল, দৃঢ় মনের মনোভাবের নাস্তিক সবরকমের প্রথাসংস্কার শৃঙ্খল ছিন্ন করে ২৪শে ফেব্রুয়ারি ১৯৯৯ সালে ইহলোক ত্যাগ করেন।
কবি শামসুর রাহমানের লেখায় জানা যায়—
"সংবাদপত্রে পড়েছি মহৎপ্রাণ ড. আহমদ শরীফের দুই চোখের দুটি কর্ণিয়া দু'জন অন্ধ ব্যক্তির চোখে বসানো হয়েছে। এই দু'জনের মধ্যে একজনের নামের আগে 'হাফেজ' শব্দিটি রয়েছে। আখেরে একজন মুক্তবুদ্ধিসম্পন্ন মহান 'মুরতাদ'-এর দান করা চোখ একজন হাফেজের কাজে লাগল।"
যাক, সে কথা। এই মহান ও মহৎ মানুষটি সম্পর্কে জানাতে আগ্রহীরা নিচের বইটি সংগ্রহ করতে পারেন।
Download and Comments/Join our Facebook Group