Ticker

6/recent/ticker-posts

আলথুসার - মাসরুর আরেফিন

আলথুসার - মাসরুর আরেফিন
আলথুসার
মাসরুর আরেফিন

বিশ শতকের ছয়ের দশকে পাঁচজন দিকপাল ফরাসি চিন্তাবিদ গঠনবাদী চিন্তাকে জনমানসে দৃঢ়প্রতিষ্ঠিত করেন। এরা হলেন, নৃতাত্ত্বিক Claude Lévi-Strauss, ভাবনার ইতিহাসের প্রণেতা Michel Foucault, সাহিত্যতাত্ত্বিক Roland Gérard Barthes, ফ্রয়েডিয় মনােবিশ্লেষণবিদ Jacques Lacan এবং মার্ক্সিয় তাত্ত্বিক Louis Althusser। কোনও কিছুর সংগঠক উপাদানগুলির স্বতন্ত্র আলােচনা নয়, সমগ্রের ওপর ঝােক দিয়ে বিভিন্ন অংশের সম্পর্কসূত্রের পর্যালােচনাই হয়ে দাঁড়ায় গঠনবাদীদের মূল কথা। আলথুসারকে সাধারণভাবে স্ট্রাকচারাল মার্কসবাদী হিসাবে উল্লেখ করা হয় , যদিও ফরাসি গঠনবাদী মতো অন্যান্য স্কুলের সাথে তার সম্পর্ক সহজ ছিল না বরং তিনি গঠনবাদের অনেক দিকগুলির সমালোচনা করেছিলেন। একসময় তীব্র মানসিক অসুস্থতার স্বীকার হন আলথুসার। তিনি তার স্ত্রী, সমাজবিজ্ঞানী Hélène Rytmannকে গলাটিপে হত্যা করেন ১৯৮০ সালে। মানসিক ভারসাম্য হারানোর কারণে বিচারের জন্য তাঁকে অযোগ্য বলে ঘোষণা করা হয় এবং তিন বছর ধরে মানসিক হাসপাতালে তাঁকে চিকিৎসাধীন রাখা হয়। ১৯৯০ সালে তিনি মারা যান। আলথুসারের মানসিক ভারসাম্যহীনতা ও তাঁর স্ত্রীর হত্যার ঘটনাই হচ্ছে মাসরুর আরেফিনের উপন্যাসের উপজীব্য। বোধ্যামহল বলছেন আরেফিন নতুন চিন্তা, নতুন ভাষা, নতুন ভঙ্গির জন্ম দিয়েছেন এই উপন্যাসে।

উপন্যাসটি প্রথম ছাপা হয় প্রথম আলো ঈদ সংখ্যা ২০১৯।

বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক!