Ticker

6/recent/ticker-posts

নোবেল সাহিত্য পুরস্কার ২০২১ পেলেন আবদুলরাজাক গুরনাহ

amarboi
নোবেল সাহিত্য পুরস্কার ২০২১ পেলেন আবদুলরাজাক গুরনাহ
আবদুলরাজাক গুরনাহ কে?
তানজানিয়ান উপন্যাসিক ১৯৪৮ সালে জাঞ্জিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তখন থেকে যুক্তরাজ্য এবং নাইজেরিয়ায় বসবাস করছেন।
তিনি ইংরেজিতে লেখেন, এবং তার সবচেয়ে বিখ্যাত উপন্যাস হল প্যারাডাইস, যা ১৯৯৪ সালে বুকার পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়েছিল।
গুরনা বর্তমানে যুক্তরাজ্যে থাকেন এবং কেন্ট বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য পড়ান।
তাঁর বিখ্যাত আফটারলাইভস্‌ উপন্যাসটি বিংশ শতাব্দীর শুরুতে পূর্ব আফ্রিকায় স্থায়ী জার্মান শাসনকে কেন্দ্র করে রচিত।

বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক! সাধ্যের মধ্যে থাকলে বইটি কিনবেন এই প্রত্যাশা রইলো।

Post a Comment

0 Comments