Ticker

6/recent/ticker-posts

আর এস এস-বিজেপির হিন্দুরাষ্ট্র প্রকল্প

আর এস এস-বিজেপির হিন্দুরাষ্ট্র প্রকল্প


নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান--- ভারতবর্ষের এই শাশ্বত অঙ্গীকার আজ বিজেপি-আরএসএসের কাছে সন্দেহজনক। রাষ্ট্রের কাছে বিপজ্জনক।‘জনপ্রিয়তা'র কাছে, বিশ্বাসের কাছে পিছু হটছে যুক্তি বিশ্লেষণের অমোঘ হাতিয়ার। হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখা সংঘ পরিবার সমগ্র সমাজে মরিয়া হয়ে তার আধিপত্য বিস্তার করছে। এই প্রেক্ষিতে দশটি প্রবন্ধের এই সম্পাদিত বই হিন্দু রাষ্ট্র প্রকল্পের প্রকৃত স্বরূপ উদ্ঘাটন করার প্রয়াস নিয়েছে। যুক্তি সহযোগে গবষেণামূলক প্রবন্ধর মাধ্যমে — নয়া শিক্ষানীতি ২০২০, বিজ্ঞানের নামে অপবিজ্ঞান, জনবিরোধী পশ্চাৎগামী দর্শনের বিশ্লেষণ করা হয়েছে। রাষ্ট্র পরিচালনার জন্য নাগরিকত্ব আইন, ৩৭০ ধারা ও সর্বোপরি এই সময়ে গণতন্ত্রের সমস্যার আলোচনা পাঠকদের ভাবাবে। এই সংকলন পাঠকদের এক অমোঘ সত্যের মুখোমুখি করবে যে ‘অন্ধ হলেও প্রলয় বন্ধ থাকে না'
বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক! সাধ্যের মধ্যে থাকলে বইটি কিনবেন এই প্রত্যাশা রইলো।

Post a Comment

0 Comments