Ticker

6/recent/ticker-posts

কেমন আছে পশ্চিমবঙ্গের মুসলমান - মিলন দত্ত

কেমন আছে পশ্চিমবঙ্গের মুসলমান - মিলন দত্ত


দেশভাগের পর হঠাৎ প্রায় কোনো প্রস্তুতি ছাড়াই সংখ্যালঘু হয়ে পড়ে পশ্চিমবঙ্গের মুসলমান । দেশভাগ তার পরিচিতিই কেবল বদলে দেয়নি, তার ক্ষমতানির্ভরতার কেন্দ্রটিও নড়বড়ে করে দিয়েছিল । কারণ, শিক্ষিত, সম্পন্ন, অভিজাত মুসলমানদের বেশির ভাগই পাকিস্তানে গিয়ে থিতু হয়। পেছনে পড়ে থাকা নেতৃত্বহীন পশ্চিমবঙ্গের মুসলমান সেদিন যে বিপন্নতার মধ্যে পড়েছিল, তা বাংলাদেশের মুসলমানের পক্ষে বোঝা সম্ভব নয়। তার আর্থসামাজিক পশ্চাৎপদতার কারণেই হয়তো পশ্চিমবঙ্গের মুসলমানের যৌথ স্মৃতির মধ্যে দেশভাগ এবং সেই কারণে সংখ্যালঘু হয়ে পড়ার যন্ত্রণা কোথাও থেকে যায়। এ বইয়ে বোঝার চেষ্টা হয়েছে, পশ্চিমবঙ্গের মুসলমানের সাম্প্রতিক অবস্থা ও অবস্থান । খতিয়ে দেখার চেষ্টা করা হয়েছে, ভারতের এক অঙ্গরাজ্যের ক্রমবর্ধমান সংখ্যালঘু সমাজের সমাজ-মানসিকতা, রাজনীতি, ধর্ম, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্যসহ যাবতীয় বিষয় ।
বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক! সাধ্যের মধ্যে থাকলে বইটি কিনবেন এই প্রত্যাশা রইলো।

Post a Comment

0 Comments