Ticker

6/recent/ticker-posts

রামগোলাম - হরিশংকর জলদাস

ramgolam by Harishankar Jaladasরামগোলাম
হরিশংকর জলদাস
বিষয় : উপন্যাস
প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০১২
১৯২ পৃষ্ঠা
লেখক পরিচিতি
জন্ম ১২ অক্টোবর ১৯৫৫, চট্টগ্রামে সমুদ্রপারের জেলেসমাজে। ৪৪ বছর বয়সে কলম ধরেন তিনি, লেখেন নদীভিত্তিক বাংলা উপন্যাস ও কৈবর্ত জনজীবন। জলপুত্র, দহনকাল, কসবি আর জলদাসীর গল্প তাঁকে প্রতিষ্ঠা দেয়। লোকবাদক বিনয়বাঁশী এবং জীবনানন্দ ও তাঁর কাল লেখকের অন্য রকম দুটি বই। কৈবর্তকথা ও নিজের সঙ্গে দেখা নামে দুটি আত্মজৈবনিক গ্রন্থ আছে তাঁর। দলিত সমাজের লেখক তিনি, দলিতদের নিয়েই লেখেন। লেখার ক্ষেত্রে লুকোচুরি বা রাখঢাক করেন না। তাঁর লেখায় জেলে, মেথর, বারবনিতা, ধোপা, নাপিত, ভিক্ষুক, মুচি, কামার-কুমার ফিরে ফিরে আসে। ১৪১৬ বঙ্গাব্দে হরিশংকর জলদাসের দহনকাল উপন্যাসটি ‘প্রথম আলো বর্ষসেরা বই’ পুরস্কার লাভ করে। ২০১১ সালে ‘ড. রশীদ আল ফারুকী সম্মাননা স্মারক’ পুরস্কারে ভূষিত হন এই লেখক।

বই পরিচিতি
ব্রহ্মা নাকি শুধু বিষ্ঠা সাফ করানোর জন্য নিজের শরীরের ময়লা থেকে মহীথর সৃষ্টি করেছিলেন। সেই সৃষ্টিকাল থেকে আজ পর্যন্ত তারা অচ্ছুত্। ময়লা পরিষ্কার করার জন্য কানপুর, এলাহাবাদ প্রভৃতি জায়গা থেকে এই সম্প্রদায়কে মোগল নবাব আর ইংরেজরা এ দেশে এনেছিল। নানা সুযোগ-সুবিধা দেওয়া হয়েছিল তাদের। কিন্তু এখন তাদের কোণঠাসা অবস্থা। পর্যাপ্ত থাকার ঘর নেই, পানি নেই; কেড়ে নেওয়া হচ্ছে তাদের ঘর, বিদায় করে দেওয়া হচ্ছে চাকরি থেকে; তাদের প্রথা-সংস্কার-ধর্মবিশ্বাসকে ধ্বংস করার চেষ্টা চলছে। প্রকাশ্যে তাদের স্পর্শ করতে বাধে, কিন্তু গোপনে ভোগ করতে দ্বিধা নেই। মেথরদের সঙ্গে দীর্ঘ সময় মিশে দলিত, অধিকারবঞ্চিত এই সম্প্রদায়কে নিয়ে হরিশংকর এমন একটি উপন্যাস লিখেছেন, যেখানে মহাভারত, মনুসংহিতা, পুরাণকথা আর বর্তমানের মেথরজীবন একাকার হয়ে উঠেছে। বঞ্চনা, প্রেম, যৌনতা—মেথরসমাজের আদ্যোপান্ত ইতিহাস যেন রামগোলাম।
Download