Ticker

6/recent/ticker-posts

উড়ুক্কু - নাসরীন জাহান

amarboi উড়ুক্কু - নাসরীন জাহান
নাসরীন জাহান আমাদের কথনশিল্পের উল্লেখযোগ্য কথাশিল্পী। আমরা তাঁকে নানাভাবে দেখতে, বুঝতে ও জানতে পারি। তাঁর লেখা আমরা পড়ছি সেই আশির দশক থেকেই। তিনি গল্পের মানুষ, উপন্যাসের মানুষ, এমনকি নাটক আর লিটলম্যাগেরও মানুষ। তাঁকে লেখালেখি দিয়ে এমনিতর নানাভাবে দেখা যায়। সেটা শুধু দেখাদেখির ভেতর রাখার কোনো সুযোগ নেই। কারণ তাঁকে দিয়ে আমরা একটা সময়কে চিহ্নিত করতে বাধ্য হব। কোন সে সময়? সে সময়টা আমাদের মুক্তচৈতন্য চিহ্নিত করার সময়, একে বিকশিত করার সময়। এ জন্য যত ধরনের অপশক্তি আছে, তাকে নাশ করারও সময়। স্বৈর শাসনকে মোকাবিলা করার সময়। তিনি সেই সময় লিটলম্যাগের সঙ্গে যুক্ত হন। সময়টাই যেন ছিল দ্রোহের, প্রতিবাদের, প্রতিষ্ঠানকে মোকাবিলা করার। সাহিত্যের আড্ডায় তিনি মেতে থাকেন। পারভেজ হোসেন, সেলিম মোরশেদ, শহীদুল আলম বা আরো অনেকের সঙ্গে সাহিত্য নিয়ে তপ্ত-উত্তপ্ত থাকেন তিনি। তাঁর মতো করে কথাসাহিত্য নিয়ে মেতে থাকতে কোনো রমণীকে দেখিনি। আমি জানি এখানে, এভাবে রমণী শব্দের প্রয়োগে কেউ কেউ বিচলিত হবেন, আমার ওপর হয়তো নাখোশও হবেন। কিন্তু আমাকে তা করতে হচ্ছে। আমি নিজেও হয়তো কিছুটা হতচকিত হচ্ছি। নিজেকে আবারও পরখ করে নিচ্ছি। তাঁকে আমরা অনেকেই 'উড়ুক্কুর' লেখক হিসেবে জানি, এভাবে আমরা তাঁকে আলাদাও করে থাকি। অথবা তাঁকে আমরা স্মরণ করি। কিন্তু এই স্মরণ রাখার ভেতর তাঁকে কিন্তু আমরা ভুলেও যাই। কারণ তিনি তো 'চন্দ্রলেখার জাদুবিস্তার' বা 'এলেন পোর বিড়াল' নামে গল্পের সিরিজই লেখেননি, নাটক লিখেছেন, টিভি নাট্যরূপ দিয়েছেন, লিটলম্যাগ আন্দোলনে ছিলেন, সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন।
Download and Join our Facebook Group