Ticker

6/recent/ticker-posts

অর্ধসত্য - আবু হাসান শাহরিয়ার

অর্ধসত্য - আবু হাসান শাহরিয়ার অর্ধসত্য - আবু হাসান শাহরিয়ার
একজন, গদ্যে-পদ্যে-সম্পাদনায় যিনি সমান পারদর্শী। বাংলা কবিতায় তিনি নতুন বাঁকের রচয়িতা। তার গদ্যও দার্শনিকতায় উত্তীর্ণ। আবু হাসান শাহরিয়ার সম্পাদিত খোলা জানালা বাংলা সাহিত্যের নিকট-ইতিহাসে একটি কিংবদন্তীতুল্য ঘটনা। এদেশের অনেক দৈনিক-ই তার কাছে ঋণী। একাধিক দৈনিকের প্রতিষ্ঠার সঙ্গে তার নাম জড়িয়ে আছে। বাংলাদেশের প্রিন্টমিডিয়া ও দুই বাংলার সাহিত্যপাড়ার সঙ্গে তার তিন দশকের সংশ্লিষ্টতা ছোটকাগজকর্মীদের সঙ্গেও আছে আত্মীয়তার সম্পর্ক। বাংলাদেশের এক প্রত্যন্ত থেকে আরেক প্রত্যন্তে ছুটে বেড়ান তিনি প্রান্তিক সংগঠনগুলোর ডাকে। সেইসব সংগঠনের সদস্যদের কাছে তিনি বাতিঘরের মতো অনিবার্য। দেশের প্রধান কবি শামসুর রাহমান থেকে শুরু করে নবীনতম অনেক কবি-লেখকের সঙ্গেই তার ব্যক্তিগত যোগাযোগ আছে। বিতর্কিত লেখক তসলিমা নাসরিনের সঙ্গেও হৃদ্যতা ছিল একসময় তসলিমাসহ অনেক বিখ্যাতই তার হাত ধরে উঠে এসেছেন পাঠকদের কাছে। মিডিয়া ও সাহিত্যপাড়ার বুদ্ধিজীবীদেরও ভালো করে চেনেন অধসত্য তার আত্মদর্শন। আত্মজিজ্ঞাসাও বটে। উত্তরআধুনিক ননফিকশনধর্মী এই বই বাংলা গদ্যে এক নতুন বাঁকের সূচক। সমকালীন সাহিত্যিক-সাংবাদিক-রাজনৈতিক ইতিহাসের দলিলও এই বই। কোনও দল বা গোষ্ঠীর হয়ে কথা বলেন না আবু হাসান শাহরিয়ার- অগণন সাধারণের প্রতিই তার নিরঙ্কুশ পক্ষপাত। প্রচল সংস্কারগুলোকে তো বটেই, নিজেকেও তিনি প্রশ্নবিদ্ধ করতে ছাড়েন না। যুক্তি-তৰু-গপ্পে সাবলীল এগিয়ে যান পাঠকদের নিয়ে- পৌছে দেন এক নতুন ভাবনা-বলয়ে। আর তাই আবু হাসান শাহরিয়ারের বই মানেই একটি দূরস্থায়ী বই- আজ ও আগামীকালের পাঠকদের জন্য লেখা। অর্ধসত্যও সেরকম একটি বই।