Pages

জলছবি-বিজিত ঘোষ

amarboi জলছবি - বিজিত ঘোষ

কাহিনী সংক্ষেপ:
সরাসরি পাণ্ডুলিপি থেকে পুস্তকাকারে প্রকাশিত উপন্যাসটিকে লেখক চারটি পর্বে ভেঙেছেন, এক নতুন ধারায়। প্রথম পর্বে রয়েছে সীমান্তগন্জে উপন্যাসের নায়ক ছোট্ট সঞ্জুর প্রকৃতির কোলে বেড়ে ওঠার চিরন্তন দৃশ্যমালা। দ্বিতীয় পর্বে আধাশহর ঘিঞ্জি কাঞ্চনপুরে এসে গ্রাম-প্রকৃতির পাঠশালা-পড়ুয়া প্রকৃতি-লগ্ন সঞ্জু ছেলেবেলা হারানোর সূক্ষ্ম বেদনার মাঝেও অনুভব করে বয়ঃসন্ধিক্ষণের এক অন্য আনন্দ। এখানেই প্রথম তুলসীদির ছোঁয়ায় শরীর-রহস্যের উন্মোচনে পুরুষ হয়ে ওঠে সঞ্জয় সেন। তৃতীয় পর্বের বন পাহাড়ীর আপাত সফল প্রেমিক-পুরুষ, কবি সঞ্জু চতুর্থ পর্বের শান্তিনগরে এসে পাওয়া না-পাওয়ার দ্বন্দ্বের গভীর বেদনায়, অনন্ত নিঃসঙ্গতায় হাঁপিয়ে ওঠে। একবিংশ শতাব্দীর লাগামহীন লক্ষ্যে ছুটে চলা দ্রুতগামী জীবনে, হতাশা-আনন্দে মগ্ন সঞ্জুর অন্যভাবে বাঁচার অদম্য ইচ্ছের এক মর্মন্তুদ ও মর্মস্পর্শী কাহিনী ‘জলছবি’।
প্রকৃতির মতো লাবণ্যে ভরা মায়াময় ভাষায় লেখা উপন্যাসটি পড়তে পড়তে পাঠক চলে যাবেন ভাবনা-সমুদ্রের এক ভিন্ন আবর্তে। পাঠককে ভাবতে হবে, আসলে সত্যি সত্যি জীবনে কি চাই আমরা ?

Download and Comments/Join our Facebook Group