Ticker

6/recent/ticker-posts

কিশোর সম্ভার - মমতাজউদদীন আহমদ

কিশোর সম্ভার - মমতাজউদদীন আহমদ
কিশোর সম্ভার প্রসঙ্গে মমতাজউদদীন আহমদ বলেন; আমার আর তিনটি রচনা সম্ভারের-(কথা, নাট্য, নিবন্ধ-সরস) সম্ভারের পরিপূরক হিসেবে কিশোরসম্ভার সাজানাে হয়েছে। রচনাগুলো এখানে সেখানে ছড়িয়ে ছিল, এখন একটি মলাটের মধ্যে এল । টাপুরটুপুর, দৈনিক আজাদী, দৈনিক বাংলা, শিশু, ছােটদের কাগজ, আজকের কাগজ, দৈনিক জনকণ্ঠ পত্রপত্রিকায় এবং প্রাথমিক ও নিম্নমাধ্যমিক স্তরের পাঠ্য বইয়ে তিনযুগ ধরে যে লেখালেখি, সেখান থেকে রচনাগুলো নিয়ে কিশোরসম্ভার। আমার কাছে শিশুর মতো নির্মল আর কিশোরের মতো জ্ঞান তৃষ্ণা ও জিগীষা সম্পন্ন আর কেউ নেই। শিশু কিশোরের সব আনন্দ ও তৃষ্ণার সন্ধান আমার জানা নেই। আধুনিক বিজ্ঞানের নিত্য অগ্রগতির সংগে পাল্লা দিয়ে ছোটার দুরন্ত অভিযানে আমি আর অংশ নিতে পারিনে। আমার কাজ, রূপকথা, উপকথা আর লোককথা নিয়ে। আর আছে আমার সাহিত্য ও সমকাল ভাবনা । অনুভবের গভীর সরোবর থেকে পেয়েছি আমার প্রিয় বাংলাদেশকে । সর্বকালের গৌরব মুক্তিযুদ্ধ আমাকে বিচিত্ৰভাবে আলোকিত করেছে। কিশোরসম্ভারে আমার যত বিশ্বাস, আনন্দ ও স্বপ্ন আছে। আর আছে আমার সময় ও দেশ। এমনই সব বিষয় নিয়ে শিশু কিশোরদের কাছে উপস্থিত হয়েছি। তারা যদি আমাকে ভালবেসে ভালবাসা দেয়, আমার মন কাণায় কাণায় ভরে উঠবে। বিশ্বসাহিত্য ভবন আমার যত রচনা অবিরাম ছাপিয়ে চলেছে। তাতে আমার আনন্দ অপরিমেয়। আনন্দ কতখানি, সে হিসাব করতে ভয় পাই। লাভ ক্ষতির হিসেব করতে আমার বড় সংশয়।




Read Or Download and Comments/Join our Facebook Group