Pages

বাঘের বাচ্চা সুবিমল মিশ্র সংখ্যা

amarboi
বাঘের বাচ্চা
সুবিমল মিশ্র সংখ্যা

সুবিমল মিশ্রের নামটা এখন আর উচ্চারিত হয় না, তাকে নিয়ে কোন আলােচনা বা তার বইয়ের কোন রিভিউ তাে দূরের কথা। পশ্চিমবঙ্গ বাংলা অকাদেমীর লিটল ম্যাগাজিন বিষয়ক আলােচনাসভায় আমন্ত্রিত হয়ে বাজারী মশলা-রচয়িতা অনেক লেখকেরা লিটল ম্যাগাজিনকে নানারকম গালমন্দ করেন,. অথচ সেখানে আমন্ত্রিতই হন না সুবিমল মিশ্র। তাই এইসব বাইসন কমাতে জঙ্গলে 'বাঘের বাচ্চা' সুবিমল মিশ্র সংখ্যা প্রকাশ করে ২০১৫য়।