Ticker

6/recent/ticker-posts

পঞ্চাশটি গল্প - সিদ্ধার্থ সিংহ

পঞ্চাশটি গল্প - সিদ্ধার্থ সিংহ
পঞ্চাশটি গল্প - সিদ্ধার্থ সিংহ

এই বইতে পঞ্চাশ রকমের পঞ্চাশটি গল্প আছে।কোনওটা তির্যক রকমের তো কোনওটা একেবারে সরাসরি। কোনওটায় পাওয়া যাবে সাবেকি গন্ধ তো কোনওটা পড়তে গিয়ে মনে হবে, এটা সময়ের থেকে অনেকটা এগিয়ে। বিষয় অনুযায়ী যেমন বদলে বদলে গেছে ভাষা, বদলেছে বলার ভঙ্গিও। বাছা হয়েছে যেমন অত্যন্ত সাদামাঠা চরিত্র, তেমনই এসে ভিড় করেছে গোলমেলে জটিল সব লোকজন৷ প্ৰেম যেমন আছে, আছে নির্মম হত্যাকাণ্ড। বাদ যায়নি মানবিক চুলচেরা বিশ্লেষণও। আছে মহারাজ। আছেন রাজনৈতিক ব্যক্তিত্ব। ঠগিও কম নেই। যাদের সবাই চেনেন, জানেন, হামেশাই ঘুরঘুর করতে দেখেন নিজেদের চারপাশে, তারাই যেন হাজির হয়েছে এই দুই মলাটের মধ্যে।
বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক! সাধ্যের মধ্যে থাকলে বইটি কিনবেন এই প্রত্যাশা রইলো।

Post a Comment

0 Comments