Ticker

6/recent/ticker-posts

নিজের সঙ্গে নিজের জীবনের মধু - হুমায়ুন আজাদ

নিজের সঙ্গে নিজের জীবনের মধু - হুমায়ুন আজাদ

জলকদর । একটি অদ্ভুত নাম, হয়তো আরবের মরুভূমির কোনো মাসের নাম; কিন্তু ওই নামেই রাখা হয়েছে বাঙলার গ্রামের একটি শিশুর নাম । সে বেড়ে উঠেছে- পুকুরের পাশে, পুকুরের মধ্যে, বন্যায়, চাঁদের নিচে, সূর্যের নিচে, জ্যোৎস্নায়, ধানখেতে, পাটখেতে, নৌকো বাইচে, হাডুডু খেলায়, যাকে নিয়ে একটি অভাবিত উপন্যাস লিখেছেন হুমায়ুন আজাদ। নিজের সঙ্গে নিজের জীবনের মধু শুরু যখন জলকদর বছর দশের বালক, শেষ যখন সে বছর পনেরোর কিশোর। জ্যৈষ্ঠে এক হঠাৎ বর্ষার সূচনায় জলকদর চিনতে পারে নিজেকে, নিজের অসীম আনন্দকে, আর ওই দিনই সে মুখোমুখি হয় তার জীবনের চরম সংকটের, মৃত্যুর । মৃত্যুকে পেরিয়ে সে এগিয়ে যেতে থাকে জীবনের দিকে, ধানখেতের দিকে, তিলখেতের দিকে, সরষের হলদের দিকে, বোরোধানের সোনার দিকে, আর সোনার থেকেও রঙিন উজ্জ্বল জীবনের ক্ষুধার দিকে । পল্লী আর প্রকৃতি হারিয়ে যাচ্ছে আধুনিক বাঙলা ভাষা থেকে, সব কিছু এখন রুগ্ন শহরের দিকে ধাবিত; কিন্তু জলকদর থেকে গেছে পল্লীর প্রকৃতির ভেতরেই। জলকদর কোনো দর্শন নয়, কোনো ভাবাবেগ নয়, সে এক বালক, যে তারই মতো প্রকৃতি ও মানুষের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। হুমায়ুন আজাদ নিজের সঙ্গে নিজের জীবনের মধু-তে বাল্যজীবনের মধুর চাকের মধু গদ্যের ভেতর দিয়ে কবিতায় আর কবিতার ভেতর দিয়ে গদ্যে এমনভাবে পান করেছেন, যার তুলনা নেই বাঙলা ভাষায় ।


বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক! সাধ্যের মধ্যে থাকলে বইটি কিনবেন এই প্রত্যাশা রইলো।

Post a Comment

0 Comments