সানন্দা ৩০শে জুলাই ২০১৪Sananda 30 July 2014
আমারবই.কম এর প্রিমিয়াম সদস্য হতে চাইলে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
কোন ডাউনলোড লিঙ্ক কাজ না করলে, নিচের কমেন্টস বক্সে লিখে আমাদের জানিয়ে দিন, আমরা যথা সম্ভব দ্রুততার সাথে আবার আপলোড করে দেবো।
সানন্দা ৩০শে জুলাই ২০১৪আমারবই.কম এর প্রিমিয়াম সদস্য হতে চাইলে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
কোন ডাউনলোড লিঙ্ক কাজ না করলে, নিচের কমেন্টস বক্সে লিখে আমাদের জানিয়ে দিন, আমরা যথা সম্ভব দ্রুততার সাথে আবার আপলোড করে দেবো।
7 Comments
হাসাতে সবাই পারে,
তেমনি কাঁদাতেও পারে সবাই,
কাঁদিয়ে যে মানাতে পারে,
সেই হচ্ছে সত্যি কারের বন্ধু!!
আর,
কাঁদিয়ে যে নিজেও কেঁদে ফেলে,
সে হচ্ছে সত্যি কারের ভালোবাসা
Www.Amarboy.com
আমি জানি তুমি আসবে,
পূর্ণিমার চাঁদ হয়ে আমায়
ছুঁয়ে দিতে
অথবা ভোরের কুয়াশা হয়ে আমায়
সিক্ত করতে..
আমি জানি তুমি আসবে,
বিকেলের রংধনু দিয়ে আমায়
রঙিন সাজাতে
অথবা শীতের চাঁদর হয়ে আমায়
উষ্ণতা দিতে..
আমি জানি তুমি আসবে,
শরতের কাশফুল হয়ে মনটা আমার
দোলাতে
অথবা বৃষ্টির টুপটাপ
শব্দে আমায় উদাসী করতে
Www.Amarboy.com