বই পড়ার আনন্দ ও তার বিকল্প ভাবনা
আহমদ রফিক
মুদ্রণ প্রযুক্তির কল্যাণে বই পড়ার যে আনন্দময় ভুবন তৈরি, তা দীর্ঘ সময় ধরে নানা মাত্রায় প্রসারিত। বইয়ের জগৎ বরাবরই এবং শুরু থেকেই ব্যক্তি ও সমাজের প্রয়োজন মেটাতে একাডেমিক শিক্ষার সঙ্গে যুক্ত হয়েছে। এর বাইরে বিশাল নন-একাডেমিক সৃজনশীল জগৎ মূলত বিনোদনের বলে বিবেচিত হলেও তাতে যে শিক্ষণীয় কিছু নেই—এমন কথা বলা যাবে না। কবিতা, গল্প, নাটক, উপন্যাস মূলত বিনোদনমূলক হয়েও শিক্ষণীয় হিসেবেও বিবেচ্য। সেই সঙ্গে জ্ঞানার্জনের মতো গুরুত্বপূর্ণ দিক বিচারে এগুলোর বাইরে বিশেষভাবে রয়েছে সাহিত্য, ইতিহাস, দর্শন, বিজ্ঞান-প্রযুক্তিবিষয়ক বইয়ের পাঠ, যা আবার কারো কারো মননে বিনোদনের আনন্দ সঞ্চার করে। আমার বিবেচনায় যেকোনো বইয়ের পাঠেই বিনোদন ও জ্ঞানার্জন দুইয়েরই উপস্থিতি কমবেশি সত্য। এককথায় সব রকম বইতেই থাকে নানা মাত্রায় আনন্দ এবং জানা ও বোঝার অন্য রকম আনন্দের উপাদান। ভালো লাগার পাশাপাশি কিছু অর্জনের ধারা একই সঙ্গে চলে। সেটা যেমন তরুণ শিক্ষার্থীর বেলায় সত্য, তেমনি বা ততোধিক সত্য বয়স্কমননের ক্ষেত্রে। আনন্দ ও অর্জনে কে কার চেয়ে বেশি নম্বর পাবে তা নিশ্চিত বলা যাবে না, এটা একান্তই ব্যক্তির রুচিনির্ভর।
এই পরিপ্রেক্ষিতে ইদানীং প্রশ্ন উঠেছে বইয়ের (তা সাহিত্যের হোক বা তাত্ত্বিক হোক) অনলাইন প্রযুক্তির উপস্থাপনা নিয়ে, অত্যাধুনিক প্রযুক্তির যান্ত্রিক তৎপরতার অবদানে। তথ্যের সংগ্রহ-সঞ্চয় এবং সেখান থেকে খুশিমতো পছন্দসইকে নামিয়ে এনে পাঠ অনেকের মনে এমন আশঙ্কা তৈরি করেছে যে এর ফলে বোধ হয় বইয়ের প্রকাশনাজগতে একসময় বিস্ফোরক ভূমিকম্পের সূচনা ঘটবে। তেমন অশনিসংকেতে কারো কারো মনে আতঙ্ক ।
কারণ তাতে মুদ্রিত বইয়ের জগৎ একসময় যথানিয়মে বিলুপ্তির মুখোমুখি হবে। এসব জল্পনাকল্পনা শুরুর পর দীর্ঘ সময় কেটে গেলেও দেখা যাচ্ছে, বইয়ের প্রকাশনাভুবন সংকুচিত হওয়া দূরে থাক, তা ক্রমাগত প্রসারিতই হচ্ছে। বইমেলাগুলোতে বই প্রকাশকদের মুনাফাস্ফীতি এমন প্রমাণই তুলে ধরে। তাদের রমরমা ব্যবসার গায়ে আঁচড় পড়েছে বলে মনে হয় না। স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যতালিকার বই বাদেই পরিসংখ্যান বলে, আমাদের পাঠাভ্যাসেরও আয়তনিক প্রসারণ ঘটছে, সেই সঙ্গে ঘটছে শ্রেণিবিশেষের বৈষয়িক সমৃদ্ধি। নতুন নতুন প্রকাশনা সংস্থার আবির্ভাব ঘটছে। তারা বাজারে নিয়ে আসছে নতুন-পুরানো নানা ধরনের বই—সুদৰ্শন চেহারায়, পাঠকের আকর্ষণ তৈরির উদ্দেশ্য নিয়ে।
দুই
জ্ঞান-বিজ্ঞানের বই পাঠে মানুষ যেমন অজানাকে জেনে, নতুন নতুন তথ্য ও তত্ত্ব জেনে পুলকিত হয়, অন্যদিকে সাহিত্য পাঠে সেই জানা বা উপলব্ধির দিকটা ভিন্ন। ব্যক্তি সেখানে নিজেকে খুঁজে পেতে চায় নানা গল্প-কাহিনীর মধ্যে। কবিতায় পেতে চায় হঠাত আলোর ঝলকানি, যা বিশেষ কোন সত্যকে উদ্ঘাটন করে বা জানিয়ে দেয় চিরায়ত কোনো সত্য।
বিচিত্র এসব দিক, জীবনের নানা রহস্যময়তার আভাস বই-ই দিয়ে থাকে। আপনি অবশ্য ডাউনলোড করে বহু তথ্য জেনে নিতে পারেন কম্পিউটারের বিশালায়তন ভুবন থেকে। কিন্তু তাতে বই পড়ার আনন্দ মিলবে না। ঘরের এক কোণে বা বিছানায় কাত হয়ে শুয়ে কিংবা একফালি বারান্দায় চেয়ারে হেলান দিয়ে টবের ফুলগাছটির পাশে বসে বই পড়ার যে মজা, তার ধরনই আলাদা। "ডাউনলোড' কি তা দিতে পারে? জানি, এ ক্ষেত্রে দ্বিমত অবশ্যম্ভাবী।
‘ডাউনলোড' তথ্যের বিষয়টি গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ, সন্দেহ নেই। অনেক অজানা তথ্যের ভাণ্ডার সেখানে রয়েছে। তবু ওই তৎপরতাকে কেন জানি অনেকটা রোবটের মতোই মনে হয়-এক ধরনের প্রাণহীন যান্ত্রিকতা। সে তুলনায় একটি সুদর্শন সুসাহিত্য বা অনুরূপ বিষয়ের বই আমার চোখে বরং সজীব সত্তা, সে ঐতিহ্য অনেক গুরুত্ব বহন করে। বহন করে ব্যক্তিগত অনুভূতির সঙ্গী হিসেবে। আনন্দ, বেদনা দুই-ই হয়তো সেখানে উপস্থিত থাকে।
বিষয়টি অনেকটা প্রকৃতি বনাম যন্ত্রবিজ্ঞানের সঙ্গে তুলনা করা যেতে পারে। দুটি আধুনিক সভ্যতা ও আধুনিক মননের জন্য দরকারি। তবে সেখানে অগ্রাধিকার প্রকৃতির। মানব জন্মের পর তার সভ্যতার ক্রমবিকাশ প্রকৃতিকে কেন্দ্র করে। প্রকৃতির মধ্যে, তার সাহচর্যে আমরা বড় হয়ে উঠি। আমাদের হৃদয়-মন বিকশিত হয়ে ওঠে প্রকৃতিকে সঙ্গী করে, তার অচেতন প্রভাব নিয়ে। পরে হয়তো বুদ্ধিবৃত্তির সাহায্যে সেসব সত্য বুঝতে পারি। বই আর কম্পিউটার এভাবেই আমাদের আধুনিক চেতনা ও মনন গড়ে তুলতে সাহায্য করে।
ঐতিহ্যকে কি দূরে সরিয়ে রাখা যায়? সেই কবে শৈশব থেকে বই নিয়ে শিক্ষার্থীর পথচলা শুরু । বছরের শুরু নতুন বইয়ের তাজা, টাটকা রোমান্টিক গন্ধ নিয়ে। রোমান্টিক শব্দটি ও তার অর্থ দুই-ই তখন অজানা। কিন্তু সেই যে বর্ণবোধ বা বর্ণপরিচয় বা বাল্যশিক্ষা হাতে নিয়ে একজীবনের যাত্রা শুরু, তার অবশেষ পরিণতি সাহিত্য ও জ্ঞান-বিজ্ঞানের বই পড়ার মধ্যে। এমন মানুষও আছেন, দিনে একবার বইয়ের পাতা ওল্টাতে না পারলে দিনটাই অস্বস্তিতে কাটে। মনের আরাম হারাম হয়ে যায়।
যান্ত্রিক পদ্ধতিতে হোক বা ঐতিহ্যবাহী ধারায় হোক, মননশীলদের জন্য একটি জ্ঞানগর্ভ বাক্য, যা প্রায় প্রবাদবাক্যে পরিণত : “জ্ঞানের বিহনে সত্য নেই। যাঁরা সত্যের অন্বেষাকে গুরুত্ব দেন, তাঁদের জন্য বই পাঠের বিকল্প নেই। তা সে সত্য সামাজিক, রাজনৈতিক, জৈবনিক-যেমনই হোক। এ সত্যে রয়েছে আনন্দেরও অনুভূতি।” এ কথাও তো ঠিক যে ঐ সব নানামাত্রিক সত্যের অন্বেষায় অনুসন্ধানী-মনের লেখক চৈতন্যের গভীরে ডুব দেন সত্যের কিছু মণিমুক্তার সন্ধানে। তাই নিয়ে কমিউনিকেশনের টানে তাঁর উপলব্ধি বা অভিজ্ঞতা লিপিবদ্ধ করেন। চিত্তবিনিময় বলে কথা। এর সঙ্গে বিনোদনের নেশা মিলেমিশে বই পাঠের ভুবন তৈরি করে। ব্যক্তিমানুষের প্রকৃতি-বৈশিষ্ট্য ধরা থাকে তার মনোগহনের রহস্যময়তায়। মনের গভীরে নানা বাঁকফেরা ছোটবড় ঢেউ একজন লেখক বা একজন পাঠকের জন্ম দেয়। নিজেকে জানা অন্যকে জানার আকাক্ষার সঙ্গে বিনোদনের তৃষ্ণা মেটানোর টান মানব-মনে কখনো ফুরোয় না। এই অফুরন্ত তৃষ্ণা মেটাতেই লেখক-পাঠক এ দুয়ের পারস্পরিকতা।
অবশ্য লেখক-পাঠকের ভাবনা, রুচি ও মননশীলতা শতকের ব্যবধানে তো বটেই, কখনো কয়েক দশকের ব্যবধানেও পরিবর্তনের মুখোমুখি হয়। এর কারণ যেমন রাজনৈতিক-সামাজিক-সাংস্কতিক রদবদল, তেমনি বৈশ্বিক প্রভাবও সেখানে কাজ করে। পছন্দ-অপছন্দের মাপকাঠি পাল্টে যায়, যায় প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। মূল্যবোধের পরিবর্তন ঘটে ভালোমন্দের আপেক্ষিকতায় । একই রকম ঘটনা দেখা যায় চিন্তা, মতাদর্শ বা বিশ্বাসের ক্ষেত্রে। পরিবেশের প্রভাব এর বড় কারণ।
তিন
বিষয়টা আমরা বিশেষভাবে লক্ষ করি বাংলাদেশে বিগত শতকের একেবারে শেষ দিক থেকে বর্তমান শতকে পৌছে, - বিশেষভাবে নতুন প্রজন্মে। তারা তাদের দৃষ্টিভঙ্গিতেই সামাজিক পরিবেশ ও তার উপকরণ, এমনকি রাজনীতিকেও ভিন্ন মাত্রায় বিচার করতে চাইছে। মন ও মননশীলতার সমীকরণ ঘটাতে চাইছে ভিন্ন হিসাবে । নব্য বিষয়াদি তাকে প্রলুব্ধ করছে অধিকতর টানে। তাই জীবনযাত্রার ধরন-ধারণও বদলাতে শুরু করেছে, বরং বলা যায় বদলাচ্ছে। তাই পাঠরুচির বদলও অনিবার্য।
তাই একালের পাঠককে পদ্মা-তিতাসের জীবনচিত্র পূর্বজদের মতো না-ও টানতে পারে। গোটা কথাসাহিত্য সম্পর্কে একই কথা খাটে। কবি ও কবিতার চরিত্র বদল একইভাবে অনিবার্য বিষয় হয়ে ওঠে। সেই সঙ্গে পাঠকেরও। জীবন যৌনতা প্রকৃতি সাহিত্যের বিভিন্ন এবং চাইবে আর এটাই স্বাভাবিক। শিল্প সৃষ্টির বিষয় ও আঙ্গিক অভিনবত্ব খুঁজতে চাইবে।
তখন সে নিরিখে পাঠকও তার উপভোগের নিশানা ঠিক করে নেবে। নন্দনতত্ত্বের পরিবর্তিত ধারণা তার বোধে প্রভাব ফেলবে। এ সবই এখন অনেকটা নির্ভর করছে আন্তর্জাতিক সমাজ, রাজনীতি ও সংস্কৃতির ওপর। কারণ প্রযুক্তির কল্যাণে বিশ্বভুবন তো একেবারে ঘরের টেবিলে। এ প্রভাব তারুণ্যে সবচেয়ে বেশি। তাই বলে কি ক্লাসিক হিসাবে পরিচিতি বা প্রচলিত সাহিত্য-ভাবনার খোলনলচে পাল্টে যাবে বা গেছে বাংলাদেশে? অবস্থাদৃষ্টে তা মনে হয় না।
তবু পরিবর্তন যে ঘটছে ও ঘটবে, তা বলাই বাহুল্য। জীবনপ্রবাহ মানেই তো পরিবর্তন। মানুষ সেই পরিবর্তনের পিঠে ঘোড়সওয়ার। রাজনীতিতে এ বিষয়টি সবচেয়ে বেশি দৃষ্টিগোচর। কম নয় সাহিত্যের দৃষ্টি ও সৃষ্টিতে, সেই সঙ্গে পাঠকের রুচিভেদে। তবু অবাক হওয়ার মতো ঘটনা যে আমাদের লেখক-পাঠকের একাংশ এখনো শিকড়সন্ধানী, লোকজীবনের প্রতি তার দৃষ্টি এখনো অটুট। বিজ্ঞান ও কল্পবিজ্ঞানও তাকে সমানভাবে টানে। অন্যদিকে লোকসাহিত্য ও লোকগীতির তত্ত্বরহস্যে ডুব দিতে অবিশ্বাস্য আকর্ষণ দেখা যায় কোনো কোনো তরুণের মধ্যে ।
চার
বিগত শতকের প্রায় মাঝামাঝি সময়ে, সুনির্দিষ্টভাবে তিরিশের দশকের মধ্য সময় থেকে চল্লিশে পৌছে শ্রেণিচেতনা ও শ্রেণিসংগ্রাম মননশীল চেতনাকে খুবই আকৃষ্ট করেছিল। সাহিত্য-সংস্কৃতির নানা শাখায় ছিল এর উজ্জ্বল প্রতিফলন। এ ধারা বিভাগোত্তর পূর্ববঙ্গে পঞ্চাশের দশকেও উল্লেখযোগ্য ঘটনা। ‘মতাদর্শ' শব্দটি তখন সাহিত্যে ও রাজনীতিতে বর্ণময় হয়ে ওঠে। এর পরই হঠাৎ নিষ্ক্রমণ।
কিন্তু পরবর্তী দশকে এবং সেই ধারায় আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় দেখা যায় এর বলিষ্ঠ বিস্তার। যেমন রাজনীতির ক্ষেত্রে, ততোধিক সাহিত্য এবং তার ব্যাপক পাঠে। লাতিন আমেরিকার বৈচিত্রময় সাহিত্য পাঠ বাংলাদেশি পাঠকের জন্য এক মহৎ উত্তরাধিকার হয়ে ওঠে, চল্লিশে-পঞ্চাশে যেমন রুশ ও অন্যান্য প্রগতিধর্মী সাহিত্য। সেই ধারা বিলুপ্ত না হলেও তা হ্রাস পেয়েছে।
এবং তা মূলত সাম্রাজ্যবাদী ধনতন্ত্র তথা মার্কিন রাজনীতি-অর্থনীতি ও সংস্কৃতির ক্রমবর্ধমান চাপে। বিত্তবৈভবের প্রতি অপ্রতিরোধ্য আকর্ষণ ও ভোগবাদী সংস্কৃতির প্রবল প্রভাব এ দেশীয় সমাজের একাংশকে বলা যায় বেঁধে ফেলেছে। এর পেছনে আরেকটি বড় কারণ অত্যাধুনিক প্রযুক্তির মোহমদির আকর্ষণ।
ফলে সাহিত্য পাঠের বিশেষ একটি যুগের প্রভাব কমে এলেও তার মৃত্যু ঘটেনি। হেমিংওয়ে, হাওয়ার্ড ফাষ্ট পিছু হটলেও কাফকা ও মিলার, সাঈদ বা চমস্কি স্বমহিমায় বিরাজমান। যদিও সমাজতান্ত্রিক মতাদর্শ, প্রগতিবাদী ধ্যানধারণা ও শ্রেণিসংগ্রামের স্থান দখল করে নিয়েছে কথিত পশ্চিমা ‘গণতন্ত্র’ ও ‘সামাজিক ন্যায়বিচার' । সেই ফ্যাশনের আধুনিকতায় পরিণত হয়েছে। এর প্রভাবপ্রতিপত্তি এখন বিশ্বময় ছড়ানো।
গণতন্ত্রের নামে স্বশাসন যে বাস্তবে জনশাসনের রূপ নিতে পারেনি, এটাও একুশ শতকের জন্য বড় এক ট্র্যাজেডি। ‘মানবাধিকার’ শব্দটিও একই পরিণতির সম্মুখীন হয়েও যথেষ্ট প্রবল। অথচ গত শতকে স্লোগান 'একবিংশ শতাব্দী হোক জনগণের শতক’। কিন্তু গত শতক তেমন সম্ভাবনার ভিত তৈরি করে দিতে পারেনি। অবস্থা অনেকটা ‘সত্তরের দশক, মুক্তির দশক’-এর মতোই। ১ শতাংশ বনাম ৯৯ শতাংশের দ্বন্দ্ব স্লোগানে শেষ হয়ে গেছে।
আর বর্তমান পরিস্থিতি সেসব বিচারে হতাশাব্যঞ্জক বলা চলে। মতাদর্শ ও মুক্তিসংগ্রামের ক্ষেত্রে এক লাতিন আমেরিকা বাদে সম্ভাবনার কোনো আভাস-ইঙ্গিত মিলছে না। এশিয়া-আফ্রিকা হয়ে উঠেছে মার্কিন সাম্রাজ্যবাদ ও তার দোসরদের নির্ভয় বিচরণভূমি। সাহিত্য-সংস্কৃতির ক্ষেত্রটি অবশ্য দুই ধারায় বহমান। সে ক্ষেত্রে প্রতিবাদী ধারা গৌণ হলেও অনুপস্থিত নয়। আর পাঠরুচি মূলত ভোগবাদী ধারা অনুসরণ করলেও বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের অনেক শুদ্ধ গণতন্ত্র বা যুক্তিবাদী ধারার অনুসারী প্রগতিভাবনা অনুপস্থিত নয়। নয় প্রগতিবাদী গ্রন্থাদির পাঠ।
সব শেষে বিশদ আলোচনায় না গিয়ে এটুকু বলেই সমাপ্তি টানা যে মননশীল মানুষের শুভবুদ্ধি ও মানবকল্যাণচিন্তা ইতিবাচক সমঝোতায় পৌছতে পারবে। কারণ আত্মঘাতী চেতনা ব্যতিক্রমী, তা মানুষের স্বভাবসুলভ নয়। অস্তিত্ব রক্ষাই শেষ পর্যন্ত তার চেতনায় বড় কথা হয়ে ওঠে। এটাই মানবিক সত্য। এর সহজাত বাস্তবতা জিনতত্ত্বের সমর্থন পাওয়া যুক্তিগ্রাহ্য বলে মনে হয়।
তাই ভাবতে পারা যায় অভিজ্ঞতা, ঐতিহ্য ও ইতিহাসচেতনা মানুষকে বাস্তববাদী হওয়ার শিক্ষাই দেবে। মানবস্বভাব বিবর্তনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে মননকে অন্তদীপ্ত করার পথই ধরবে, অন্তত তার ভবিষ্যৎ অস্তিত্ব বিবেচনায়। সাহিত্য-সংস্কৃতির সৃষ্টিশীল ধারা যদিও স্বাতন্ত্র্যবাদী পথেই অগ্রসর, তবু তাতে ভিন্নমাত্রার প্রকাশ দৃশ্যমান।
স্বভাবতই পাঠরুচি ও পাঠক-মননশীলতা এমন ধারায়ই বিকশিত হতে থাকবে, এটাই স্বাভাবিক। পরিস্থিতি তেমন ধারণাই দেয়। পাঠাভ্যাসে মননশীলতার প্রকাশই কাম্য। তবে তা যতটা বর্তমান বয়সীমননে, তারুণ্যে ততটা লক্ষণীয় নয়। অন্তত আমার অভিজ্ঞতা তা-ই বলে। ঘটনা কিছুটা ভিন্নও হতে পারে।
Comments/Join our Facebook Group
বই পড়ার আনন্দ ও তার বিকল্প ভাবনা - আহমদ রফিক
This is the largest online Bengali books reading library. In this site, you can read old Bengali books pdf. Also, Bengali ghost story books pdf free download. We have a collection of best Bengali books to read. We do provide kindle Bengali books free. We have the best Bengali books of all time. We hope you enjoy Bengali books online free reading.
If Download link doesn't work then please try VPN or TOR Browser and then comment below. Also You can follow us on Twitter, Facebook Page, join our Facebook Reading Group to keep yourself updated on all the latest from Bangla Literature. Also try our Phonetic Bangla typing: Avro.app
Labels:
Ahmad Rafique,
articles,
আহমদ রফিক,
প্রবন্ধ
Authors
- অগ্নিপুত্র
- অজয় দাশগুপ্ত
- অজিত রায়
- অজিতকুমার দত্ত
- অতুলচন্দ্র গুপ্ত
- অদিতি ফাল্গুনী
- অদ্বৈত মল্লবর্মণ
- অদ্রীশ বর্ধন
- অনন্যা
- অনীশ দাস অপু
- অনীশ দেব
- অনুবাদ
- অন্তহীন
- অন্নদাশংকর রায়
- অন্যদিন
- অন্যান্য
- অবনীন্দ্রনাথ ঠাকুর
- অভিজিৎ রায়
- অভিধান
- অভ্র বসু
- অমর মিত্র
- অমরত্ব
- অমরেন্দ্র চক্রবর্তী
- অমর্ত্য সেন
- অমল দাশগুপ্ত
- অমিতাভ ঘোষ
- অমিতাভ চৌধুরী
- অরবিন্দ চক্রবর্তী
- অরবিন্দু আডিগা
- অরুণ সোম
- অরুন্ধতী মুখোপাধ্যায়
- অরুন্ধতী রায়
- অর্ঘ দাস
- অর্ণব সাহা
- অর্ধেক জীবন
- অলোকরঞ্জন দাশগুপ্ত
- অশোক ঘোষ
- অশোক মিত্র
- অ্যাইজাক আজিমভ
- অ্যালান মার্কস
- অ্যালেক্স রাদারফোর্ড
- আইন
- আকবর আলি খান
- আখতার হুসেন
- আখতারুজ্জামান ইলিয়াস
- আজহার ইসলাম
- আজিজুল হক
- আত্মঘাতী বাঙ্গালী
- আত্মজীবনী
- আত্মপক্ষ
- আনন্দবাজার
- আনন্দমেলা
- আনন্দলোক
- আনা ফ্রাঙ্ক
- আনিসুজ্জামান
- আনিসুল হক
- আনু মুহাম্মদ
- আনোয়ার হোসেন মঞ্জু
- আন্দালিব রাশদী
- আপন ও পরবুদ্ধিজীবী
- আবদুল করিম সাহিত্য বিশারদ
- আবদুল গাফফার চৌধুরী
- আবদুশ শাকুর
- আবদুস সাঈদ
- আবদেল মাননান
- আবীর হাসান
- আবু ইসহাক
- আবু জাফর
- আবু জাফর শামসুদ্দীন
- আবু মোহাম্মদ ফজলুল করিম
- আবু সাইয়িদ
- আবুল আহসান চৌধুরী
- আবুল কালাম মনজুর মোরশেদ
- আবুল কাশেম
- আবুল ফজল
- আবুল বাশার
- আবুল হাসান
- আব্দুল মান্নান সৈয়দ
- আমাদের বইমেলা
- আমার ছেলেবেলা
- আয়েশা ফয়েজ
- আরজ আলী মাতুব্বর
- আরতি দাস
- আরব্য রজনী
- আলফ্রেড হিচকক
- আলম খোরশেদ
- আলমগীর রহমান
- আলাউদ্দিন আল আজাদ
- আলি দস্তি
- আলী আহমদ
- আলী যাকের
- আলেকজান্দার দ্যুমা
- আলেক্সেই তলস্তয়
- আলোর গন্ধ
- আশাপূর্ণা দেবী
- আশীফ এন্তাজ রবি
- আংশুমান চক্রবর্তী
- আসজাদুল কিবরিয়া
- আসাদ চৌধুরী
- আসাদুজ্জামান নূর
- আহমদ ছফা
- আহমদ রফিক
- আহমদ শরীফ
- আহমাদ মোস্তফা কামাল
- আহসান হাবিব
- আহসান হাবীব
- ই-বই
- ই-বুক
- ইতিহাস
- ইত্তেফাক
- ইন্দিরা গান্ধী
- ইফতেখার আমিন
- ইবনে ইসহাক
- ইমদাদুল হক মিলন
- ইয়স্তেন গার্ডার
- ইয়ান মার্টেল
- ইয়াসমীন হক
- ইরফান হাবিব
- ইরা লেভিন
- ইলা মিত্র
- ইশতিয়াক আহমেদ
- ঈদ সংখ্যা
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- উইল ডুরান্ট
- উইলবার স্মিথ
- উজ্জ্বল কুমার দাস
- উজ্জ্বল চক্রবর্তী
- উজ্জ্বলকুমার দাস
- উত্তম কুমার
- উত্তরঙ্গ
- উৎপলকুমার দত্ত
- উনিশ কুড়ি
- উন্মাদ
- উপন্যাস
- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
- উম্মে মুসলিমা
- উল্লাস মল্লিক
- উল্লাসকর দত্ত
- ঊপন্যাস
- ঋতুপর্ণ ঘোষ
- ঋত্বিক ঘটক
- এ কে খন্দকার
- এ টি এম শামসুদ্দীন
- এ বি এম মূসা
- এ. জি. স্টক
- এ. পি. জে. আবদুল কালাম
- এ. বি. গুথরী
- এইচ এম মনিরুজ্জামান
- একজন জলদাসীর গল্প
- একুশের বইমেলা
- এখানে ওজন মাপা হয়
- এটিএম শামসুল হুদা
- এডওয়ার্ড সাঈদ
- এডগার অ্যালান পো
- এন্থনি হোপ
- এফ. করিম
- এম আর আখতার মুকুল
- এম.এ.খান
- এলিস মুনরো
- এষা দে
- এস এম সুলতান
- এহসান উল হক
- এ্যারিস্টটল
- ঐতিহাসিক উপন্যাস
- ওমেগা পয়েন্ট
- ওরহান পামুক
- কঙ্কর সিংহ
- কথামালা
- কন্স্তান্তিন উশিন্স্কি
- কবরখানার চাবি
- কবি
- কবিতা
- কবীর চৌধুরী
- কবীর সুমন
- কমলকুমার মজুমদার
- কমলেন্দু সরকার
- কমিকস
- কম্পিউটার
- করুণা রাণী সাহা
- কলকাতা
- কলাম
- কল্যাণী দত্ত
- কাজলের দিনরাত্রি
- কাজি মাহবুব হোসেন
- কাজী আনোয়ার হোসেন
- কাজী ইমদাদুল হক
- কাজী গোলাম গউস সিদ্দিকী
- কাজী নজরুল ইসলাম
- কাজী মাহবুব হাসান
- কাটপেষ্ট
- কাফকা
- কাফি খাঁ
- কামরুদ্দীন আহমদ
- কামাল চৌধুরী
- কামিলা শামসি
- কায়কোবাদ
- কার্ল মার্ক্স
- কালকূট
- কালি ও কলম
- কালিদাস
- কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়
- কালেরকন্ঠ
- কিউ.এন. জামান
- কিঙ্কর আহসান
- কিঙ্কর আহ্সান
- কিশোর আলো
- কিশোর ভারতী
- কিশোর সাহিত্য
- কুটুমিয়া
- কুসুমকুমারী দাস
- কৃষণ চন্দর
- কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়
- কেতাবি খবর
- কোরানশরিফ
- কৌরব
- ক্যাপিটাল
- ক্যারেন আর্মস্ট্রং
- ক্লদ লেভিং স্ত্রস
- ক্লিনটন বুথ সিলি
- ক্ষিতীশ সরকার
- খবর
- খুশবন্ত সিং
- খেলাধুলা
- গঙ্গা
- গজেন্দ্রকুমার মিত্র
- গণিত
- গল্প
- গল্প সংকলন
- গান্ধি
- গান্ধী
- গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
- গিরীশচন্দ্র সেন
- গীতিকা
- গুলবদন বেগম
- গোধূলি
- গোপাল ভাঁড়
- গোলাম মওলা নঈম
- গোলাম মুরশিদ
- গোঁসাইবাগানের ভূত
- গৌতম ভদ্র
- গ্রন্থ পরিচিতি
- গ্রামসি
- গ্রেজিয়া দেলেদ্দা
- ঘনাদা
- চন্দ্রিল ভট্টাচার্য
- চল অচিনপুরে
- চলচ্চিত্র
- চার্লস ডারউইন ও বিবর্তনবাদ
- চিঙ্গিস আইৎ্মাতভ
- চিঠিপত্র
- চিত্তরঞ্জন মাইতি
- চিত্রনাট্য
- চিত্রা দেব
- চিনুয়া আচেবে
- চিলেকোঠার সেপাই
- চেতন ভগত
- ছোটগল্প
- জওহরলাল নেহরু
- জগদস্বাপ্রসাদ দীক্ষিত
- জগদীশ গুপ্ত
- জগন্নাথ প্রামাণিক
- জন গ্রিসহাম
- জয় গোস্বামী
- জয়শ্রী গঙ্গোপাধ্যায়
- জর্জ অরওয়েল
- জর্জ লুকাস
- জলদাসীর গল্প
- জলপুত্র
- জসিমউদ্দিন মন্ডল
- জসীমউদ্দিন
- জসীমউদ্দীন
- জহির রায়হান
- জাকির তালুকদার
- জাফর আলম
- জাফর ইকবাল
- জাহানারা ইমাম
- জি এইচ হাবিব
- জীবন স্মৃতি
- জীবনতারা হালদার
- জীবনানন্দ
- জীবনানন্দ ও কল্লোল যুগ
- জীবনানন্দ দাশ
- জীবনীগ্রন্থ
- জুকারবার্গের দুনিয়া
- জুলভার্ন
- জে কে রাওলিং
- জে বি এস হ্যালডেন
- জে বি বিউরি
- জেমস ওয়াইজ
- জেরোম কে জেরোম
- জোকস
- জোছনা ও জননীর গল্প
- জ্যাক দেরিদা
- জ্যোতি বসু
- জ্যোতিভূষণ চাকী
- জ্যোতিরিন্দ্র নন্দী
- জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
- ঝুম্পা লাহিড়ি
- টেকচাঁদ ঠাকুর
- ডঃ নীহার কুমার সরকার
- ডঃ মোহাম্মদ হাননান
- ডঃ সুশীলকুমার দে
- ড: ভবানীপ্রসাদ সাহু
- ড. ইসরাইল খান
- ড. নূরুন নবী
- ড. মুহম্মদ শহীদুল্লাহ
- ড. মোহাম্মদ আবদুর রশীদ
- ড. সুনীল কুমার মুখোপাধ্যায়
- ডক্টর রমেশচন্দ্র মজুমদার
- ডক্টর হরিশংকর শ্রীবাস্তব
- ডরিস লেসিং
- ডাকঘর
- ডেল কার্নেগী
- ড্যান ব্রাউন
- ড্রাগনের মুখোশ
- তত্ত্বাবধায়ক সরকারের দায়ভার
- তপন বাগচী
- তপন রায়চৌধুরী
- তপন শাহেদ
- তপন সিনহা
- তপশ্রী
- তমাল বন্দ্যোপাধ্যায়
- তসলিমা নাসরিন
- তাকাশি হাইয়াকাওয়া
- তানজীম রহমান
- তানবীরা তালুকদার
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
- তারেক মাসুদ
- তারেক শামসুর রেহমান
- তাহমিমা আনাম
- তিলোত্তমা মজুমদার
- ত্রিপুরা বসু
- ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
- দর্শন
- দান্তে
- দিলারা জামান
- দিলীপ কুমার মুখোপাধ্যায়
- দিলীপ দাস
- দীনেশচন্দ্র সেন
- দুলিরামের বউ
- দুলেন্দ্র ভৌমিক
- দেবব্রত মুখোপাধ্যায়
- দেবযান
- দেবাশিস ঘোষ
- দেবাশীষ দেব
- দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
- দেবেশ রায়
- দেশ
- দেশ কবিতা সংকলন
- দেশ গল্প
- দ্বিজেন শর্মা
- দ্য গুড মুসলিম
- ধর্ম
- ধীরাজ ভট্টাচার্য
- ধীরেশচন্দ্র ভট্টাচার্য
- ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়
- নচিকেতা চক্রবর্তী
- নতুন বাড়ি
- নবকল্লোল
- নবকুমার বসু
- নবনীতা দেব সেন
- নবারুণ ভট্টাচার্য
- নবারুন ভট্টাচার্য
- নবীন চাওলা
- নবেন্দু ঘোষ
- নরেন্দ্রনাথ মিত্র
- নলিনী দাস
- নলিনী বাবু BSc
- নাগীব মাহফুজ
- নাজিম মাহমুদ
- নাটক
- নারায়ণ দেবনাথ
- নাসরীন জাহান
- নাসিমা আনিস
- নিকোলাই গোগোল
- নিকোলাই তিখনভ
- নিমাই ভট্টাচার্য
- নিরঞ্জন মজুমদার
- নির্বাসনের কথা
- নির্মলেন্দু গুণ
- নিশাত জাহান রানা
- নীতীশ সেনগুপ্ত
- নীরদচন্দ্র চৌধুরী
- নীরেন্দ্রনাথ চক্রবর্তী
- নীহাররঞ্জন গুপ্ত
- নেসার আহমেদ
- নোবেল প্রাইজ
- পঞ্চতন্ত্র
- পত্র সাহিত্য
- পত্রিকা
- পরমা
- পরশুরাম
- পরিতোষ সেন
- পরিমল ভট্টাচার্য
- পল্লীকবি জসীমউদ্দীনের নকশী কাঁথার মাঠ
- পাওলো কোয়েলহো
- পাঠ্যপুস্তক
- পাপিয়া ভট্টাচার্য
- পাবলো নেরুদা
- পারভেজ হোসেন
- পারমিতা ঘোষ মজুমদার
- পার্থ চট্টোপাধ্যায়
- পি জি ওডহাউস
- পিনাকী ঘোষ
- পিয়াস মজিদ
- পিরিমকুল কাদিরভ
- পুজাবার্ষিকী
- পুণ্যলতা চক্রবর্তী
- পুলক বন্দোপাধ্যায়
- পুশকিন
- পূরবী বসু
- পূর্ণিমা মিত্র
- পূর্ণেন্দু পত্রী
- পৃথ্বীরাজ সেন
- পৌলমী সেনগুপ্ত
- প্রচেত গুপ্ত
- প্রডিজি
- প্রতিভা বসু
- প্রথম আলো
- প্রদোষ চৌধুরী
- প্রফুল্ল রায়
- প্রফুল্লকুমার চক্রবর্তী
- প্রফেসর আব্দুর রাজ্জাক
- প্রফেসর মুহম্মদ ইউনূস
- প্রবন্ধ
- প্রবীর ঘোষ
- প্রবোধকুমার সান্যাল
- প্রমথ গুপ্ত
- প্রমথ চৌধুরী
- প্রমথনাথ বিশী
- প্রশান্ত দাস
- প্রসেনজিত দাশগুপ্ত
- প্রিসিলা রাজ
- প্রীতি কুমার মিত্র
- প্রেমচন্দ
- প্রেমময় দাশগুপ্ত
- প্রেমেন্দ্র মজুমদার
- প্রেমেন্দ্র মিত্র
- ফওজুল করিম
- ফকির লালন সাঁই
- ফজলুল আলম
- ফয়েজ আলম
- ফরিদুর রেজা সাগর
- ফল্গু কর
- ফাউনটেনপেন
- ফাতেমা জাহেরা সুলতানা
- ফাতেমা ভুট্টো
- ফারহানা মিলি
- ফারুক চৌধুরী
- ফিরে পাওয়া
- ফিরোজা বেগম
- ফিলিপ কে. হিত্তি
- ফেরদৌসী
- ফেরদৌসী প্রিয়ভাষিণী
- ফেরদৌসী মজুমদার
- ফেলুদা
- ফ্রানৎস কাফকা
- ফ্রেডরিক এঙ্গেলস
- ফ্রেডরিখ ফরসাইথ
- বই
- বই আলোচনা
- বই কেনা
- বইমেলা
- বইমেলা ২০১১
- বইয়ের দুনিয়া
- বইয়ের দেশ
- বঙ্কিম রচনাবলী
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- বদরুদ্দীন উমর
- বদিউদ্দিন নাজির
- বদিউর রহমান
- বনফুল
- বনসাই
- বরিস পাস্টেরনাক
- বরুণ মজুমদার
- বরেন বসু
- বর্তমান
- বশীর বারহান
- বাউল
- বাণী বসু
- বারাক ওবামা
- বার্ট্রান্ড রাসেল
- বাংলা ইপাব
- বাংলা একাডেমি
- বাংলা কবিতা
- বাংলা বই
- বাংলা রহস্য গল্প
- বাংলাদেশ
- বাংলাভাষা
- বাংলার পাখি
- বাল্মীকি
- বি এম বরকতউল্লাহ
- বিকাশ ভট্টাচার্য
- বিজনবাবুর রহস্যময় ছবি
- বিজয়া রায়
- বিজিত ঘোষ
- বিজ্ঞান
- বিজ্ঞান তৃষা
- বিধান চন্দ্র পাল
- বিপুল দাস
- বিপ্লব দাশগুপ্ত
- বিবেকানন্দ ঝা
- বিবেকানান্দ
- বিভাস দাসগুপ্ত
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- বিমল কর
- বিমল মিত্র
- বিমল মুখার্জি
- বিমল রায়
- বিষ্ণু প্রভাকর
- বীরবল
- বুদ্ধদেব গুহ
- বুদ্ধদেব বসু
- বুলবুল চৌধুরী
- বৃক্ষকথা
- বৃন্দাবন কর্মকার
- বেগম রোকেয়া
- বেঞ্জামিন ওয়াকার
- বেলাল চৌধুরী
- বেলাল বেগ
- বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
- ব্যাকরণ
- ভক্তি প্রসাদ মল্লিক
- ভগত সিং
- ভাঙা বাড়ির রহস্য
- ভানু বন্দ্যোপাধ্যায়
- ভি এস নইপাল
- ভিক্টর হুগো
- ভিন ভাষার চারটি গল্প
- ভুল ভোর
- ভূতের গল্প
- ভূমেন্দ্র গুহ
- ভ্রমণ কাহিনী
- ভ্রমন কাহিনী
- ভ্সেভলোদ নেস্তাইকো
- মঈদুল হাসান
- মঈনুল আহসান সাবের
- মওদুদ আহমদ
- মকবুল ফিদা হুসেইন
- মঞ্জু সরকার
- মণিলাল গঙ্গোপাধ্যায়
- মতি নন্দী
- মতিউর রহমান
- মনসুর মুসা
- মনিরউদ্দীন ইউসুফ
- মনের মানুষ
- মনোরঞ্জন রায়
- মন্দাক্রান্তা সেন
- মফিদুল হক
- মমতা ব্যানার্জি
- মমতাজ শহীদ
- মমতাজউদদীন আহমদ
- মলয় বসু
- মল্লিকা সেনগুপ্ত
- মশিউল আলম
- মহাদেব সাহা
- মহাভারত
- মহাশ্বেতা দেবী
- মহিউদ্দিন আহমদ
- মহুয়ার বান্ধবী
- মাই নেম ইজ রেড
- মাইক জান
- মাইকেল মধুসূদন দত্ত
- মাওলানা ভাসানী
- মাজহারুল ইসলাম
- মাঠরঙ্গ
- মাদার তেরিজা
- মানদা দেবী
- মানিক বন্দ্যোপাধ্যায়
- মান্না দে
- মামুনুর রশীদ
- মারিও পূজো
- মাসরুর আরেফিন
- মাসুদ রানা
- মাসুদুজ্জামান
- মাহবুব আলম
- মাহবুবুল আলম
- মাহবুবুল হক
- মাহমুদুল হক
- মিখহল শলোখফ
- মিগেল দে থের্ভান্তেস সাভেদ্রা
- মিজানুর রহমান কল্লোল
- মির্জা গালিব
- মিশেল ফুকো
- মিহির সেনগুপ্ত
- মীজানুর রহমান
- মীনাক্ষী দত্ত
- মীর মশাররফ হোসেন
- মীর মোশাররফ হোসেন
- মুক্তিযুদ্ধ
- মুখোমুখি
- মুজফফর আহমদ
- মুনতাসীর মামুন
- মুনীর আহমেদ
- মুনীর চৌধুরী
- মুহম্মদ জালালউদ্দীন বিশ্বাস
- মুহম্মদ নূরুল হুদা
- মুহম্মদ হান্নান
- মুহাম্মদ হাবিবুর রহমান
- মেঘের উপর বাড়ি
- মেজর কামরুল হাসান ভূঁইয়া
- মৈত্রেয়ী দেবী
- মোঃ আবদুল হামিদ
- মোজাফফ্র হোসেন
- মোতাহের হোসেন চৌধুরী
- মোনাজাত উদ্দিন
- মোবাশ্বের আলী
- মোবাশ্বের খানম
- মোশাররফ হোসেন ভূঞা
- মোস্তফা কামাল
- মোস্তফা সরয়ার ফারুকী
- মোহনদাস করমচাঁদ গান্ধী
- মোহাম্মদ আবদুল হাই
- মোহাম্মদ নাজিম উদ্দিন
- মোহিতলাল মজুমদার
- মৌ ভট্টাচার্য
- মৌর্য যুগ
- ম্যাক্সিম গোর্কি
- ম্যাজিক
- যতীন সরকার
- যদুনাথ সরকার
- যশোধরা রায়চৌধুরী
- যশোবন্ত সিংহ
- যামিনীকান্ত সোম
- যাযাবর
- যুগান্তর
- রং পেন্সিল
- রইসউদ্দিন আরিফ
- রকিব হাসান
- রচনাবলী
- রচনাসমগ্র
- রঞ্জন
- রঞ্জন বন্দ্যোপাধ্যায়
- রঞ্জিত মজুমদার
- রঞ্জিত সেন
- রফিক উল ইসলাম
- রফিক-উম-মুনীর চৌধুরী
- রফিকুর রশীদ
- রবিঠাকুর
- রবিশংকর
- রবিশংকর বল
- রবীন্দ্র কুমার দাশগুপ্ত
- রবীন্দ্রনাথ ঠাকুর
- রমাপদ চৌধুরী
- রমেন মজুমদার
- রমেশদা’র আত্মকথা
- রম্যরচনা
- রশীদ করিম
- রশীদ হায়দার
- রহস্য পত্রিকা
- রহীম উদ্দীন সিদ্দিকী
- রাও ফরমান আলী
- রাজনীতি
- রাজশেখর বসু
- রাজা রামমোহন রায়
- রাজেশ বসু
- রাফিক হারিরি
- রামকিঙ্কর বেইজ
- রামচন্দ্র গুহ
- রামতনু লাহিড়ী
- রামশরণ শর্মা
- রায়হান আবীর
- রাশিফল
- রাসসুন্দরী দাসী
- রাহুল সাংকৃত্যায়ন
- রিচার্ড ডকিন্স
- রিজিয়া রহমান
- রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
- রুশ অনুবাদ
- রূপক সাহা
- রূপকথা
- রেজা ঘটক
- রেজাউর রহমান
- রোকন রহমান
- রোজা লুক্সেমবুর্গ
- রোনডা বার্ন
- রোববার
- রোমিলা থাপার
- লাবণ্য দাশ
- লালন
- লালবিহারী দে
- লি কুন শিন
- লিওনার্দ ম্লডিনাও
- লিলিয়ান তুমি অন্ধ বালিকা
- লীলা মজুমদার
- লুৎফর রহমান রিটন
- লুস্যুন
- লেখক
- লেনিন
- লেভ কাস্সিল
- লেম্যান ফ্রাঙ্ক বউম
- শ ম রেজাউল করিম
- শওকত আলী
- শওকত ওসমান
- শওকত হোসেন
- শংকর
- শংকরলাল ভট্টাচার্য
- শকুন্তলা
- শক্তিপদ রাজগুরু
- শঙ্কু মহারাজ
- শঙ্খ ঘোষ
- শচীন দেববর্মন
- শফিকুর রহমান
- শরৎচন্দ্র
- শরৎচন্দ্র রচনাবলী
- শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
- শহিদ হোসেন খোকন
- শহিদুল্লাহ কায়সার
- শহীদ আখন্দ
- শহীদ কাদরী
- শহীদুল জহির
- শহীদুল্লা কায়সার
- শাকুর মজিদ
- শান্তনু মজুমদার
- শামসুদ্দিন চৌধুরি
- শামসুদ্দীন আবুল কালাম
- শামসুর রাহমান
- শামসুল আলম সাঈদ
- শামিম আহমেদ
- শারদীয়া পত্রিকা
- শার্লক হোমস
- শাহ আহমদ রেজা
- শাহজাহান মানিক
- শাহাদুজ্জামান
- শাহানা কায়েস
- শিক্ষামূলক
- শিবব্রত বর্মন
- শিবরাম চক্রবর্তী
- শিশির চক্রবর্তী
- শিশু-কিশোর সাহিত্য
- শীর্ষেন্দু মুখোপাধ্যায়
- শুকতারা
- শুভ দাশগুপ্ত
- শুভ নববর্ষ
- শুভেন্দু দত্ত
- শেকসপিয়র
- শেখ আবদুল হাকিম
- শেখ মুজিবুর রহমান
- শেখ মুহম্মদ নূরুল ইসলাম
- শেখ হাসিনা
- শেখর সেনগুপ্ত
- শৈলেন ঘোষ
- শৈলেশ দে
- শৈলেশ্বর ঘোষ
- শ্বাশত নিপ্পন
- শ্রাবণ সন্ধ্যাটুকু
- শ্রী প্রহ্লাদকুমার প্রামাণিক
- শ্রী বসন্তকুমার পাল
- শ্রী ভূদেব চৌধুরী
- শ্রীজাত
- শ্রীপান্থ
- শ্রীপারাবত
- শ্রীভুবনচন্দ্র মুখোপাধ্যায়
- শ্রীলাল শুক্লা
- শ্রীশচন্দ্র দাশ
- ষষ্টীপদ চট্টোপাধ্যায়
- সংকলন
- সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
- সচিত্র ভারত প্রদক্ষিন
- সতীনাথ ভাদুড়ী
- সত্য গুপ্ত
- সত্যজিৎ রায়
- সনৎকুমার সাহা
- সন্জীদা খাতুন
- সন্দীপ রায়
- সন্দীপন চট্টোপাধ্যায়
- সফোক্লিস
- সংবর্ধনা
- সংবিধান
- সব্যসাচী চক্রবর্তী
- সমকাল
- সমর সেন
- সমরেশ বসু
- সমাজবিজ্ঞান
- সমীর সেনগুপ্ত
- সমীরণ গুহ
- সম্রাট
- সম্রাট অশোক
- সম্রাট জাহাঙ্গীর
- সরদার ফজলুল করিম
- সলিমুল্লাহ খান
- সলিল চৌধুরী
- সলিল বিশ্বাস
- সা’দ উল্লাহ
- সাইমন সেবাগ মন্টেফিওরি
- সাক্ষাৎকার
- সাদাত হোসেন মান্টো
- সাদেকুল আহসান
- সাদেকুল আহসান কল্লোল
- সানজিদা আখতার
- সানন্দা
- সান্টাক্লজের উপহার
- সাপ্তাহিক
- সায়ন্তনী পূততুন্ড
- সাযযাদ কাদির
- সালমান রুশদি
- সালেহ চোধুরী
- সালেহ চৌধুরী
- সাহানা দেবী
- সাহিত্যের সেরা গল্প
- সিদ্দিকা কবীর
- সিদ্দিকুর রহমান স্বপন
- সিদ্ধার্থ ধর
- সিনেমা
- সিমোন দ্য বোভোয়ার
- সিরাজুল ইসলাম চৌধুরী
- সুইসাইড
- সুকন্যা
- সুকান্ত গঙ্গোপাধ্যায়
- সুকুমার রায়
- সুকুমার সেন
- সুকুমারী ভট্টাচার্য
- সুকোমল সেন
- সুচিত্রা ভট্টাচার্য
- সুচিত্রা সেন
- সুজন দাসগুপ্ত
- সুধাংশুরঞ্জন ঘোষ
- সুধীন্দ্রনাথ দত্ত
- সুধীর চক্রবর্তী
- সুধীরচন্দ্র সরকার
- সুনীতিকুমার চট্টোপাধ্যায়
- সুনীল গঙ্গোপাধ্যায়
- সুন্দর মুখোপাধ্যায়
- সুফিয়া কামাল
- সুবীর রায়চৌধুরী
- সুবীর সরকার
- সুবোধ ঘোষ
- সুব্রত চৌধুরী
- সুব্রত মুখোপাধ্যায়
- সুভাষ ভট্টাচার্য
- সুমন গুপ্ত
- সুমন্ত আসলাম
- সুরজিত দাশগুপ্ত
- সুরমা ঘটক
- সুরেন্দ্রনাথ ঠাকুর
- সুস্মিতা চক্রবর্তী
- সেই সাপ জ্যান্ত
- সেজান মাহমুদ
- সেবা প্রকাশনী
- সের্গেই স্মির্নভ
- সেলিনা বাহার জামান
- সেলিনা হোসেন
- সেলিম আল দীন
- সেলিম রেজা নিউটন
- সৈকত চৌধুরী
- সৈয়দ আমীরুজ্জামান বীরবিক্রম
- সৈয়দ মঞ্জুরুল ইসলাম
- সৈয়দ মঞ্জুরুল হক
- সৈয়দ মনজুরুল ইসলাম
- সৈয়দ মুস্তাফা সিরাজ
- সৈয়দ শামসুল হক
- সোমেন চন্দ্র
- সৌমিত্র চট্টোপাধ্যায়
- সৌম্যেন পাল
- সৌরীন নাগ
- স্টিফেন কিং
- স্টিফেন ডব্লিউ হকিং
- স্টিভ জবস
- স্বপ্ন দেখব বলে
- স্বপ্নগ্রস্ত
- স্বপ্নময় চক্রবর্তী
- স্মরণজিত চক্রবর্তী
- স্মরণজিৎ চক্রবর্তী
- স্মৃতিকথা
- স্যামুয়েল পি. হান্টিংটন
- স্যামুয়েল বেকেট
- স্যার আর্থার কন্যান ডয়্যাল
- হরপ্রসাদ শাস্ত্রী
- হরিদাসের গুপ্তকথা
- হরিপদ ভৌমিক
- হরিশংকর জলদাস
- হলুদ মলাট
- হাছন রাজা
- হানিফ সংকেত
- হাফিজ
- হায়দার আকবর খান রনো
- হায়াত মামুদ
- হারুনুর রশীদ
- হালখাতা
- হাসন রাজা
- হাসনাত আবদুল হাই
- হাসান আজিজুল হক
- হাসান খুরশীদ রুমী
- হাসান ফেরদৌস
- হিমাদ্রিকিশোর দাসগুপ্ত
- হিমানীশ গোস্বামী
- হিমু
- হিরনকুমার সান্যাল
- হিরোডোটাস
- হিলারী রডহ্যাম ক্লিনটন
- হীরেন চট্টোপাধ্যায়
- হুতোম প্যাঁচার জলসা
- হুতোম প্যাঁচার নকশা
- হুমায়ুন আজাদ
- হুমায়ুন কবীর
- হুমায়ূন আহমেদ
- হুমায়ূন মালিক
- হেনরী রাইডার হ্যাগার্ড
- হেমচন্দ্র ভট্টাচার্য
- হেলাল হাফিজ