Ticker

6/recent/ticker-posts

সত্যেন্দ্র নাথ বসু রচনা সংকলন

সত্যেন্দ্ৰনাথ বসু রচনা সংকলন
সত্যেন্দ্ৰ নাথ বসু রচনা সংকলন
আচার্য সত্যেন্দ্ৰ নাথ বসুর প্রথম ও প্রধান পরিচয় তিনি বিজ্ঞানী। কিন্তু বজ্ঞানী ও বিদগ্ধ মানুষ সত্যেন্দ্ৰ নাথের আরও একটি বিশেষ পরিচয় আছে। সে পরিচয় এদেশের বিজ্ঞানী ও মনীষীদের মধ্যে সত্যেন্দ্র নাথকে এক অনন্য বৈশিষ্টতা দান করেছে। মাতৃভাষার মাধ্যমে দেশের সর্বসাধারণের কাছে বিজ্ঞানের কথ প্রচার ও প্রসার এবং বিশ্ববিদ্যালয়ের সবোচ্চ শ্রেণী পর্যন্ত মাতৃভাষায় বিজ্ঞান শিক্ষার জন্যে তার একান্তিক ও নিরলস প্রয়াসের মধ্যেই সে পরিচয় পারস্ফুট।

বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক! সাধ্যের মধ্যে থাকলে বইটি কিনবেন এই প্রত্যাশা রইলো।

Post a Comment

0 Comments