Ticker

6/recent/ticker-posts

আমার ভাই হুমায়ূন আহমেদ - মমতাজ শহীদ

আমার ভাই হুমায়ূন আহমেদ - মমতাজ শহীদ আমার ভাই হুমায়ূন আহমেদ - মমতাজ শহীদ
ভূমিকা
বাংলার কথা সাহিত্যর কিংবদন্তি প্রবাদ পুরুষ, সাহিত্যে জগতের উজ্জল নক্ষত্র, দুই বাংলার জনপ্রিয় ও প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মৃতি চারণ ও উজ্জ্বল জীবনের প্রতিভাসমূলক গ্রন্থ ‘আমার ভাই হুমায়ূন আহমেদে’র শুধু জনপ্রিয়তা ও লেখনির মাপকাঠিতে নয় বরং সর্বদিক থেকে বিচার বিশেষন করলে দেখা যায় হুমায়ূন আহমেদের বাংলা ভাষাভাষি সংখ্যাগরিষ্ঠ মানুষের হৃদয়কে আন্দোলিত করেছেন তার রহস্যময় সৃষ্টি হিমু চরিত্র ও মিসির আলীর দ্বারা। শুধু তাই নয় বাংলা চলচ্চিত্র ও টিভি নাটকে ছিল তাঁর আকাশচুম্বি জনপ্রিয়তা। তার ব্যক্তিগত জীবন ছিল রহস্যময়তায় ঘেরা। তাই একজন হুমায়ূন আহমেদের তুলনায় তিনি নিজেই। প্রায়ই সকল বোদ্ধা পাঠক ও সমালোচকদের মতে তিনি নিজেই হিমু মিসির আলীর প্রতিমূর্তি। বাংলা কথাসাহিত্যেই শুধু নয় বরং তিনি তার সৃষ্টিশীলতায় জনপ্রিয়তা ও রহস্যময়তায় বিশ্বের এক কিংবদন্তি মহান প্রবাদ পুরুষ। তার মননশীলতার জীবন্ত প্রতিভাস রয়েছে নুহাশপলীর প্রতিটি ধূলিকণার মাঝে। হাতছানি দিয়ে দাড়িয়ে পথিকের অন্তর মানসে সুর ও ছন্দের দোলায় মুখরিত করছে সৌন্দর্যের বিস্তৃতি সারি সারি সবুজ বৃক্ষ ও হ্রদের উপরিভাগে মৃত্তিকার তৈরি ভাস্কর্যগুলো যেন পথিকের মনের কৌতুহলকে বাড়িয়ে তুলছে। হুমায়ূন আহমেদে এখনও চির জীবন্ত হয়ে আছেন আমাদের সবার মাঝে। তিনি আজীবন থাকবেন ভক্ত পাঠকের হৃদয়ের মহারাজা হয়ে। তাইতো লেখক ও সম্পাদক মমতাজ শহীদ ও সজল আহমেদের সার্থক নামকরণ আমার ভাই হুমায়ূন আহমেদের কিংবদন্তি ও অসম্ভব জনপ্রিয় হুমায়ূন আহমেদে জনপ্রিয়তার উপর ভর করেই তার রচিত সম্পাদিত মূল্যবান গ্রন্থটি অতি অল্প সময়ের মধ্যেই গন্ডিতে প্রবেশ করায় প্রকাশক জনাব মোঃ আলমগীর রহমান অত্যন্ত খুশি মনেই লেখার জন্য অনুরোধ করেন। একজন কিংবদন্তি, প্রখ্যাত ও অসম্ভব জনপ্রিয় লেখকের স্মৃতিচারণ ও উজ্জ্বল জীবনের প্রতিভাসমূলক সংকলনধর্মী গ্রন্থের ভূমিকা লিখতে পারায় আমি নিজেকে গর্ববোধ করছি। পাশাপাশি জনপ্রিয় ও প্রখ্যাত এ কথাসাহিত্যকের পাঠক ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ এত অল্প পরিসরের লেখায় এবং সময়ের স্বল্পতার কারণে আমার ভাই হুমায়ূন আহমেদে এই মহান লেখকের যথাযথ মূল্যায়ন হয়তো করতে পারিনি। কিন্তু এ গ্রন্থের মধ্যে বাংলার সকল বুদ্ধিজীবী, লেখক, কলামিস্ট গবেষক ও সাংবাদিক হুমায়ূন আহমেদের সার্থক ও যথাযথ মূল্যায়ন করতে পেরেছেন বলেই আমার দৃঢ় বিশ্বাস। আমি সকল পাঠক-ভক্তদের সুস্বাস্থ্য ও সর্বাক্ষীণ কল্যাণ কামনা করছি।
মমতাজ শহীদ
সজল আহম্মেদ




Download and Comments/Join our Facebook Group