Ticker

6/recent/ticker-posts

Header Widget

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর জীবনী - তপন বাগচী

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর জীবনী - তপন বাগচী রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর জীবনী - তপন বাগচী

জীবনী কি সব সময় এক-পেশে হয়? নানান জনের নানান মত, হওয়াটাও স্বভাবিক।
"রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ, সত্তর দশকের অন্যতম শ্রেষ্ঠ কবি। প্রতিশ্রুতিশীল এই কবার কাব্যক্ষমতা পূর্ণ বিকশিত হওয়ার আগেই মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে লোকান্তরিত হন। রুদ্র মুহম্মদ মূলত কবি হলেও কাব্য চর্চার পাশাপাশি সঙ্গীত,নাটক ছোটগল্প, তথা গদ্য চর্চায়ও ছিলেন সমান উৎসাহী। রুদ্র চেয়েছিলেন বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে উঠুক। ফলে ব্যক্তি রুদ্র ও কবি রুদ্রের সমগ্র শিল্প সাধনা ছিল দেশ, মানুষ ও মনুষ্যত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ। অকাল প্রয়াত এই কবির জীবন-কথা লিপিবদ্ধ করেছেন শ্রী তপন বাগচী।"