Ticker

6/recent/ticker-posts

সমকালীন চিন্তা - আবুল ফজল

সমকালীন চিন্তা - আবুল ফজল
সমকালীন চিন্তা - আবুল ফজল
কিংবদন্তীতুল্য প্রজ্ঞা ও মনীষা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন আবুল ফজল। আর সেই প্রজ্ঞা ও মনীষার ভিত্তিতে ছিল হাজার বছরের বাঙালির ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি। Fazal was a fearless and socially committed writer whos works reflect patriotism, secularism, and humanism. He was considered the conseience of the nation in his time.Though primarily a writer, Fazal participated in and led almost all intellectual and civil movements against the Pakistani autocratic regime. সমাজ সচেতনতার পরিচ্ছন্ন বোধ থেকে আবুল ফজল গভীরভাবে সমাজের রোগগ্রস্ততার স্বরূপ উন্মোচন করতে পেরেছিলেন। এবং এ ক্ষেত্রে তিনি ছিলেন নিঃশঙ্কচিত্ত। ফলে জাতির বিভিন্ন সংকটকালে তাঁর ভূমিকা ছিল বিস্ময়কর যৌক্তিক ও কল্যাণমুখী। ১৯৬৭ সালে পাকিস্তান সরকার যখন পাকিস্তানের আদর্শবিরোধী বলে রেডিও-টেলিভিশন থেকে রবীন্দ্রসঙ্গীত প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয় তখন তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন। তাঁর এই প্রতিবাদের ভিতর দিয়ে বাংলা সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের প্রতি গভীর মমত্ববোধের পরিচয় পাওয়া যায়। ফলে অনিবার্যভাবেই স্বাধীনতা উত্তর কালে আবুল ফজল জাতীয় ব্যক্তিত্ব হয়ে উঠেন এবং দেশের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করেন। মূলত সমাজ সংস্কারমূলক প্রবন্ধ সাহিত্যের জন্য তিনি খ্যাত।