Ticker

6/recent/ticker-posts

মাই স্টোরি - কমলা দাস

amarboi
ভারতে সর্বাধিক বিক্রিত লেখিকা কমলা দাসের আত্মজীবনী
সর্বাধিক পঠিত, আলোচিত ও সমালোচিত আত্মজীবনী
মাই স্টোরি
■ কমলা দাস ■ অনুবাদ : বিতস্তা ঘোষাল
প্রখ্যাত কবি ও কথাশিল্পী কমলা সুরাইয়া দাস ইংরেজি ও মালয়লাম ভাষায় সাহিত্যচর্চা করেছেন। মালয়ালম ভাষায় ছোটগল্প ও ইংরেজিতে কবিতা রচনার জন্য তিনি বিখ্যাত ।
"একজন নারী তখনই সর্বাঙ্গসুন্দর হয়ে ওঠেন যখন তিনি পরিপূর্ণভাবে কোনও পুরুষের কাছে আত্মসমর্পণ করেন, পুরুষ ছাড়া নারী অসম্পূর্ণ” – ২০০৯ সালে মৃত্যুর আগে দেয়া এক সাক্ষাতকারে এই কথাটি বলেছিলেন বিখ্যাত এই লেখিকা। ১৯৩৪ সালে কেরলের ঐতিহ্যবাহী বংশে কমলার জন্ম। ১৫ বছর বয়সে মাধব দাসের সঙ্গে বিযের পর শুরু হয় তার সক্রিয় লেখালেখি। মালয়ালম ও ইংরেজি দুই ভাষাতেই স্বচ্ছন্দে বিচরণ এই লেখিকার । রক্ষণশীল হিন্দু পরিবারে জন্ম নেওয়া এই লেখিকা ১৯৯৯ সালে ৬৫ বছর বয়সে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে গ্রহণ করেন কমলা সুরাইয়া নাম।
তিনি ৪২ বছর বয়সে তাঁর আত্মজীবনী “এতে কথা” রচনা করেন। লেখনীটি বেশ সাহসিকতাপূর্ণ ছিল। মালয়লাম ভাষায় লিখিত বইটি পরে “মাই স্টোরি' শিরোনামে ইংরেজিতে অনূদিত হয়। বইটি ব্যাপকভাবে প্রশংসিত হয়।
এতে লেখিকার বিভিন্ন এলাকায় অবস্থান, স্কুল জীবন, স্বামী, প্রেমিক, বন্ধু, মা, বাবা, ভাইয়ের সঙ্গে আন্তরিক সম্পর্ক, সন্তান, মানসিক হতাশা, হিন্দু মুসলিম দাঙ্গাসহ সেই সময়ের সমাজ ব্যবস্থার নানা চিত্র ফুটে উঠেছে। বইটিতে এই গুণী লেখিকা প্রকাশের সময় কাউকে ছাড় দেননি । ভারতের নারী লেখিকাদের মধ্যে সবচেয়ে বেশি বিক্রিতআত্মজীবনী এটি। নিজের মা-বাবার ভালবাসাহীন দাম্পত্য জীবন যে, কিভাবে তাঁর এবং ভাইয়ের জীবনে প্রভাব বিস্তার করেছিল সেটার স্পষ্ট প্রকাশ করেছেন। গ্রন্থটি নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল।


বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক! সাধ্যের মধ্যে থাকলে বইটি কিনবেন এই প্রত্যাশা রইলো।

Post a Comment

0 Comments