Ticker

6/recent/ticker-posts

'তারপর কী হল ?' - সুনীল গঙ্গোপাধ্যায়

'তারপর কী হল ?' - সুনীল গঙ্গোপাধ্যায়
'তারপর কী হল ?' - সুনীল গঙ্গোপাধ্যায়
'তারপর আমি চক্ষু মেলে দেখি, কেমন যেন নতুন-নতুন রাস্তা, হুস-হুস করে বড়-বড় গাড়ি যায়, একটা খুব উঁচু গাড়ির মধ্যে দেখি ঘোড়া ছয়-সাতটা, না, নয়-দশটা ঘোড়া। আর এক ভ্যান ভর্তি কলা, কাঁচা কলা, হইলদা না। '
'জায়গাটা কোথায় ? '
'তা তো জানি না।'
'তারপর ?'
'আমার চোখ মেলে দেখি রোদ্দুর, খুব রোদ্দুর।'
'কোথায় ? ট্রেনের কামরায় ? না গাড়িতে ?'
'ঘরের মধ্যে।......চাটাই পাতা।.....চক্ষের উপর রোদ্দুর পড়ে। ঘুম ভাঙতে........ ছি ছি ছি।'
'তোমার গায়ে একটুও সুতো ছিল না, তাই তো ?'.....
পুলিশের জেরা দিয়ে শুরু এই মর্মস্পর্শী উপন্যাস। পরতে-পরতে তার গভীর রহস্য। মেয়েটি পশ্চিমবাংলার না বাংলাদেশের ? নাম লক্ষ্মীমণি, না সরফিন বিবি ?
কাহিনির বিষয় ? আসুন শোনা যাক লেখকের নিজের কথায়,'.......যে মেয়েরা বিক্রি হয়ে যায় কিংবা যাদের অপহরণ করা হয়, তাদের তো নিজেদের কোনো দোষ থাকে না। কিন্তু একবার ঘর ছাড়া হলে, যদি কোনওক্রমে মাংস-ব্যবসায়ীদের হাত থেকে তাদের উদ্ধারও করা হয়, তাদের কিন্তু আর ঘরে ফেরার উপায় থাকে না। এই জঘন্য কারবার যারা চালিয়ে যাচ্ছে, তারা যেমন অপরাধী, আর যারা এইসব অসহায় মেয়েদের সুস্থ সামাজিক জীবনে ফিরে আসার পথ রুদ্ধ করে দেয়, তাদের অপরাধও কম নয়।........'
নারী পাচার কিংবা কন্যা সন্তান বিক্রির মতন নৃশংস ও চূড়ান্ত অমানবিক ঘটনা অনবরতই ঘটে চলেছে আমাদের দেশে। খবরের কাগজ মারফৎ মাঝে মাঝে আমরা তা জানতে পারি বটে, কিন্তু খবরে যতটুকু থাকে, আসল ঘটনা হয় তার থেকে অনেক বেশি।
বাংলা সাহিত্যে নারী পাচার নিয়ে সুনীলের অপ্রতিদ্বন্দ্বী কলমে রহস্যঘন মানবিক উপন্যাস 'তারপর কী হল'।