Ticker

6/recent/ticker-posts

দিলারা জামানের দুটি বই ২০১০ এর একুশে বইমেলায়

একুশে বইমেলায় দিলারা জামানের দুটি বই


একুশে বইমেলায় দিলারা জামানের দুটি বই আসছে। এর মধ্যে একটি ‘গল্প সমগ্র’ এবং অন্যটি আত্মজীবনীমূলক ‘জীর্ণ পাতা যাবার বেলায়’। দিলারা জামান জানান, তিনি এক সময় অভিনয়ের পাশাপাশি সাহিত্য চর্চাও করতেন। সে সময়ে প্রকাশিত বেশকিছু ছোটগল্পের সংকলন নিয়ে গল্প সমগ্র প্রকাশিত হবে। বইটিতে দিলারা জামানের তিনটি বই থেকে ৩০টি গল্প স্থান পাচ্ছে। ধ্রুব এষের প্রচ্ছদে নিখিল প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হবে।
তিনি আরো জানিয়েছেন, এবারের বইমেলায় ‘জীর্ণ পাতা যাবার বেলায়’ নামে আরো একটি বই প্রকাশিত হয়েছে। এ বইটিতে তিনি তার জীবনের বিভিন্ন স্মৃতিময় অধ্যায়কে লিপিবদ্ধ করেছেন। তার সাহিত্য চর্চা, অভিনয়, শৈশব, কর্মস্থলসহ প্রায় সবকিছুই স্থান পেয়েছে বইটিতে। দিলারা জামান বললেন, আত্মজীবনীমূলক এ গ্রন্থটি তাকে এবং তার সময়কে জানতে সাধারণ পাঠক এবং ভক্তদের সহায়তা করবে।

Post a Comment

0 Comments